বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

‘এটা শুধু বিএনপির জয় নয়, মনে হচ্ছে ঈদের দিন’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন
expand
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাম্প্রতিক রায়ে সংবিধানের ৫৮(১) ও ৫৮(২) অনুচ্ছেদ আবার কার্যকর হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় চালু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রায় ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আজকের রায় শুধু বিএনপির জন্য নয়—সমগ্র জাতির কাছে যেন ঈদের দিনের মতো আনন্দের বারতা। দীর্ঘদিন মানুষ যে ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, তার পথ আজ আবার উন্মুক্ত হলো।”

তিনি জানান, আদালত রায়ে স্পষ্ট করে দিয়েছেন যে সিদ্ধান্তটি প্রসপেক্টিভ, অর্থাৎ ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে। বিএনপির পক্ষ থেকে আগেই আদালতের কাছে এই ব্যাখ্যা চাওয়া হয়েছিল, যা আদালত গ্রহণ করেছে বলে তিনি উল্লেখ করেন।

জয়নুল আবেদীন বলেন, “আর্টিকেল ৫৮(১) ও ৫৮(২) পুনর্বহাল মানেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হলো। এটি মূল রায়ের আগে একটি প্রাথমিক রায়, পরে বিস্তারিত পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হতে পারে।”

তিনি আরও বলেন, “জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে বিএনপিই তত্ত্বাবধায়ক ব্যবস্থার সূচনা করেছিল। পরে রাজনৈতিক উদ্দেশ্যে এই ব্যবস্থা বাতিল করে দেশকে ক্ষতির মুখে ঠেলে দেওয়া হয়। আজকের সিদ্ধান্ত তা স্পষ্ট করে দিল।”

শেখ হাসিনার প্রসঙ্গে তিনি মন্তব্য করেন, “তিনি শুধু দেশের বাইরে যাননি, তিনি যে ব্যবস্থা বাতিল করেছিলেন—আজ সেই ব্যবস্থাই আইনের বিচারকক্ষে টিকে গেল।”

এই রায়কে ‘ঐতিহাসিক বিজয়’ আখ্যা দিয়ে জয়নুল আবেদীন বলেন, “এটা এককভাবে বিএনপির জয় নয়—এটা গণতন্ত্রের জয়, ভোটাধিকার পুনরুদ্ধারের জয়, পুরো জাতির জয়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন