সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে সড়কে গাছ কেটে অবরোধ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ০৮:১৫ এএম
পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কের ওপর বড় একটি লিচু গাছ কেটে ফেলে সড়ক অবরোধ সৃষ্টি করে
expand
পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কের ওপর বড় একটি লিচু গাছ কেটে ফেলে সড়ক অবরোধ সৃষ্টি করে

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শ্রীরামদী এলাকায় সড়কের ওপর বড় একটি লিচু গাছ কেটে ফেলে সড়ক অবরোধ সৃষ্টি করেছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা।

এতে হঠাৎ করে কিশোরগঞ্জ–পাকুন্দিয়া সড়কে যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। রবিবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে, যা পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে।

স্থানীয় বাসিন্দারা জানান, রাতে আকস্মিকভাবে মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি শ্রীরামদী এলাকায় প্রবেশ করে। তারা ‘জয়বাংলা’ স্লোগান দিতে দিতে সড়কের পাশে থাকা বড় লিচু গাছটি কেটে রাস্তার ওপর ফেলে দেয়।

এতে মুহূর্তেই সড়ক অচল হয়ে পড়লে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকে যায়। পথচারীরাও দুর্ভোগে পড়েন।

খবর পেয়ে পাকুন্দিয়া থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ অপসারণে কাজ শুরু করে। প্রায় কিছু সময়ের চেষ্টার পর সড়কটি চলাচলের উপযোগী করা সম্ভব হয়।

পুলিশ বলছে, ঘটনাটি কারা ঘটিয়েছে তা শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং তদন্ত চলছে।

অন্যদিকে একই রাতে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের যশোদল শাখায় অগ্নিসংযোগের চেষ্টা চালায় দুর্বৃত্তরা।

ঘটনার সময় পাশের একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় ধারণ করা ফুটেজে দেখা যায়, মুখে মাস্ক পরা এক ব্যক্তি ‘জয়বাংলা’ স্লোগান দিতে দিতে ব্যাংকের নিচতলায় আগুন ধরিয়ে পালিয়ে যায়।

তবে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারেনি।

ঘটনার পরপরই কিশোরগঞ্জ মডেল থানার পুলিশ সদস্যরা ব্যাংকে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন