

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের ও তার স্ত্রী শেরীফা কাদেরের দেশত্যাগ সাময়িকভাবে স্থগিত করেছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মহানগর ভারপ্রাপ্ত সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক ইব্রাহীম মিয়া, দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে এ আদেশ দেন।
মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে অনিয়ম ও অর্থপাচারের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে অনুসন্ধান করছে দুদক। সেই তদন্তের অংশ হিসেবেই এ দম্পতির বিদেশযাত্রা রোধে আদালতের শরণাপন্ন হয় সংস্থাটি।
দুদকের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনের পর সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়নের বিনিময়ে ১৮ কোটি ১০ লাখ টাকা ঘুষ নেওয়া হয়, যার মূল সুবিধাভোগী ছিলেন তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
অর্থ পরিশোধের শর্ত পূরণ না করায় অধ্যাপক মাসুদা এম রশীদ চৌধুরীকে দলীয় পদ থেকে সাময়িকভাবে সরিয়ে দিয়ে, তার পরিবর্তে সংসদ সদস্য করা হয় শরীফা কাদেরকে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, জিএম কাদের কৌশলে জাতীয় পার্টির চেয়ারম্যানের পদ নিয়েছেন এবং দলীয় পদ ও মনোনয়ন বাণিজ্যের মাধ্যমে বিপুল অর্থ সংগ্রহ করে তা বিদেশে পাচার করেছেন। দলের কেন্দ্রীয় কমিটির নির্ধারিত সদস্যসংখ্যা ৩০১ হলেও বর্তমানে ৬০০-র বেশি সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পদ বাণিজ্যের প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে।
২০২৪ সালের দ্বাদশ জাতীয় নির্বাচনে দাখিল করা হলফনামা অনুযায়ী, জিএম কাদেরের নামে নগদ ৪৯ লাখ ৮৮ হাজার টাকা, ব্যাংক হিসাবে ৩৫ লাখ ৯৫ হাজার টাকা এবং প্রায় ৮৫ লাখ টাকার একটি জিপ গাড়ি রয়েছে।
অন্যদিকে, শরীফা কাদেরের নামে নগদ ৫৯ লাখ ৫৯ হাজার টাকা, ব্যাংকে ২৮ লাখ ৯ হাজার টাকা, প্রায় ৮০ লাখ টাকার একটি জিপ গাড়ি ছাড়াও ঢাকায় ফ্ল্যাট ও লালমনিরহাটে জমির মালিকানা রয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন

