বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ১১:১৯ পিএম
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে 
expand
পূজায় পুলিশের গুলি চুরি, ৩ আসামি রিমান্ডে 

রাজধানীর বাড্ডায় দুর্গাপূজা চলাকালীন পুলিশ সদস্যদের দায়িত্বস্থল থেকে ৩০ রাউন্ড গুলি ও বিভিন্ন মালামাল চুরির ঘটনায় গ্রেপ্তার তিন আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১ অক্টোবর) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. সেফাতুল্লাহ এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মো. রফিকুল ইসলাম রিপন (২৭), মো. জিসান (২১) ও অলক চন্দ্র দাস (২২)।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, এদিন তিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ জামিন চান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত বাড্ডার পূর্ব মেরুল সাকিনস্থ শ্রী শ্রী মহাদেব আশ্রম ও নিমতলীর কালী মন্দির এলাকায় পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্বে ছিলেন। দায়িত্বে থাকা একদল পুলিশ কাছাকাছি একটি নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে গেলে তাদের অস্ত্র, গুলি ও ব্যক্তিগত মালামাল পাশেই রাখা ছিল।

ভোরে একজন আনসার সদস্য ঘুম থেকে উঠে দেখেন, তার মোবাইল ফোন নেই। এরপর অন্য সদস্যরা মালামাল পরীক্ষা করে দেখতে পান, দুটি স্মার্টফোন, একটি বাটন ফোন, একটি মানিব্যাগ, চারটি ব্যাগ এবং ৩০ রাউন্ড গুলি চুরি হয়েছে।

পরে সকালের মধ্যে অভিযানে ৩০ রাউন্ড গুলি ও চারটি ব্যাগ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ সদস্য ইমতিয়াজ মাহমুদ বাদী হয়ে বাড্ডা থানায় মামলা দায়ের করেন।

চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে এসআই মোবাশ্বির, একজন এএসআই ও পাঁচ কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন