শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের তারিখ ঘোষণা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) নির্বাচন আগামী ১ ও ২ এপ্রিল অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি আয়োজিত আজ এক সংবাদ সম্মেলনে তিনি এই তারিখ জানান।

এ সময় আইনজীবী সমিতির সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, আমরা আশা করছি- আগামী ১ এপ্রিল ও ২ এপ্রিল দুইদিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠান করার জন্য নীতিগতভাবে আমরা একমত হয়েছি। একই সঙ্গে এই নির্বাচনের জন্য আগামী ৭ জানুয়ারির মধ্যে ভোটার তালিকা প্রস্তুত করা হবে।

আগামী ফেব্রুয়ারির মাসেই তফসিল ঘোষণা করা হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সোর্স: বাসস

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X