

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন সমন্বয় করার লক্ষ্যে ২৭ জুলাই অন্তর্বর্তী সরকার ২৩ সদস্যের জাতীয় বেতন কমিশন, ২০২৫ গঠন করে।
কমিশনের সভাপতিত্ব করেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। কমিশন বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পর্যালোচনা করে সুপারিশ জমা দেয়ার মাধ্যমে কাজ সম্পন্ন করবে।
ছয়জন সদস্যের পরিবারের ব্যয় হিসাব ধরে কমিশন সুপারিশ তৈরি করবে।
প্রথম সভা অনুষ্ঠিত হয় গত মাসের ১৪ তারিখ। কমিশনের ছয় মাস মেয়াদ অনুযায়ী ফেব্রুয়ারি ১৪-এ সুপারিশ জমা দেওয়ার সময়সীমা পূর্ণ হবে।
অর্থ উপদেষ্টা জানান, ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে নতুন বেতন কাঠামোর (পে-স্কেল) ঘোষণা পিছিয়ে গেছে।
তবে কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পর অন্তর্বর্তী সরকার চূড়ান্ত সুপারিশ তৈরি করবে। নতুন সরকার ক্ষমতায় আসার পর তা বাস্তবায়িত হবে। ইতিমধ্যে সরকারি চাকুরীরা বর্তমান পে-স্কেলের অধীনে নিয়মিত ভাতা পাবেন।
মন্তব্য করুন
