সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০৩ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মহাকাশে যে কারণে ইঁদুর পাঠাল চীন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১০:২৭ এএম
চীনা নভোচারী ও কালো জাতের ইঁদুর
expand
চীনা নভোচারী ও কালো জাতের ইঁদুর

চীনের মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথমবারের মতো চারটি ছোট স্তন্যপায়ী প্রাণী—কালো জাতের ইঁদুর—পাঠানো হয়েছে।

পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রাণীর প্রজনন প্রক্রিয়া ও তার ওপর মাধ্যাকর্ষণহীন পরিবেশের প্রভাব বোঝার লক্ষ্যেই এই গবেষণামূলক উদ্যোগ নেওয়া হয়েছে।

‘শেনঝৌ-২১’ নামের মহাকাশযানটি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে শুক্রবার সফলভাবে উৎক্ষেপণ করা হয়।

লং মার্চ-২এফ রকেটের সাহায্যে মহাকাশযানটি তিয়ানগং স্টেশনে পৌঁছায়।

এই অভিযানে তিনজন নভোচারী অংশ নিয়েছেন, যাদের মধ্যে রয়েছেন দেশটির ইতিহাসে সবচেয়ে তরুণ মহাকাশচারী উ ফেই (৩২)।

তার সঙ্গে আছেন অভিজ্ঞ মহাকাশচারী ঝাং হংঝাং (৩৯) এবং মিশনের কমান্ডার ঝাং লু (৪৮)। উল্লেখ্য, ঝাং লু ২০২২ সালের শেনঝৌ-১৫ মিশনেও নেতৃত্ব দিয়েছিলেন।

তারা শেনঝৌ-২০ দলের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করবেন, যারা ছয় মাস ধরে তিয়ানগং স্টেশনে অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা সম্পন্ন করেছেন। সেই দলটি অচিরেই পৃথিবীতে ফিরে আসবে।

চীনের এই সপ্তম মানববাহী মিশনটি দেশটির মহাকাশ গবেষণায় আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

২০২২ সালে স্থায়ীভাবে বসবাসযোগ্য মহাকাশ স্টেশন প্রতিষ্ঠার পর থেকে দেশটি ধারাবাহিকভাবে নতুন রেকর্ড গড়ে চলেছে।

এর আগে চীন নব্বইয়ের দশকে জন্ম নেওয়া নভোচারীদের মহাকাশে পাঠানো এবং দীর্ঘতম সময়ের ‘স্পেসওয়াক’-এর মতো সাফল্য অর্জন করেছে।

আগামী বছর পাকিস্তানের একজন নভোচারীকেও তিয়ানগং স্টেশনে পাঠানোর পরিকল্পনা রয়েছে তাদের।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন