

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মানবদেহে নতুন এক অঙ্গ আবিষ্কার করেছেন নেদারল্যান্ডসের একদল গবেষক। প্রস্টেট ক্যানসার নিয়ে গবেষণার সময় তারা গলার ভেতরে লুকিয়ে থাকা এক ধরনের লালা গ্রন্থির সন্ধান পান। নতুন এই অঙ্গটির নাম দেওয়া হয়েছে টিউবারিয়াল স্যালিভারি গ্রন্থি (Tubarial Salivary Glands)।
গবেষকদের মতে, এই গ্রন্থি অবস্থান করছে ন্যাসোফ্যারিংস অঞ্চলে-যা নাকের পিছনের অংশ এবং গলার উপরের অংশ ঘিরে রাখে। এতদিন ধরে মানবদেহের এ অংশ নিয়ে গবেষণা হলেও এই বিশেষ লালা গ্রন্থি নজরে আসেনি।
নেদারল্যান্ডস ক্যান্সার ইনস্টিটিউটের গবেষকরা অন্তত ১০০ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এর অস্তিত্ব নিশ্চিত করেছেন। তাদের মতে, এই আবিষ্কার শুধু শারীরবৃত্তীয় জ্ঞানের জন্যই নয়, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, মাথা ও গলার ক্যানসারে রেডিয়েশন থেরাপি দেওয়ার সময় সাধারণত মুখের প্রধান লালাগ্রন্থি রক্ষা করার চেষ্টা করা হয়। কিন্তু নতুন আবিষ্কৃত গ্রন্থিগুলোর বিষয়ে জানা না থাকায় সেগুলো রেডিয়েশনের ক্ষতির শিকার হতো। ফলে রোগীরা শুষ্কতা, গিলতে অসুবিধা ও অন্যান্য পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগতেন।
গবেষকরা আশা করছেন, ভবিষ্যতে এই গ্রন্থির অবস্থান বিবেচনায় নিয়ে চিকিৎসা করলে রোগীদের পার্শ্বপ্রতিক্রিয়া অনেকাংশে কমানো যাবে। একই সঙ্গে তাদের জীবনযাত্রার মানও উন্নত হবে।
এই আবিষ্কার মানবদেহের অঙ্গ-প্রত্যঙ্গ সম্পর্কে আমাদের ধারণা আরও বিস্তৃত করেছে। বর্তমানে বিজ্ঞানীরা এই নতুন গ্রন্থির কার্যকারিতা নিয়ে বিস্তারিত গবেষণা চালাচ্ছেন।
মন্তব্য করুন
