

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তরুণ প্রজন্মকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করতে নতুন এক ওয়েব অ্যাপ চালু করেছে বিএনপি। ‘ম্যাচ মাই পলিসি’ নামের এই অ্যাপটির মাধ্যমে নীতিনির্ধারণ প্রক্রিয়ায় জনগণের সরাসরি অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্য নিয়েছে দলটি।
দলীয় সূত্র জানায়, জুলাই-পরবর্তী বাস্তবতায় নতুন বাংলাদেশে রাজনীতিকে আরও অংশগ্রহণমূলক ও মতামতভিত্তিক করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে জেন জি ও তরুণদের দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়ে অ্যাপটির নকশা ও কার্যক্রম সাজানো হয়েছে।
এটি একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপ, যেখানে ব্যবহারকারীরা বিএনপির বিভিন্ন নীতি ও পরিকল্পনার সংক্ষিপ্ত বিবরণ দেখতে পারবেন। প্রতিটি বিষয় পড়ে সহজভাবে সোয়াইপ করে নিজেদের অবস্থান জানানো যাবে—সমর্থন কিংবা ভিন্নমত উভয়ই প্রকাশের সুযোগ থাকবে।
অ্যাপটিতে ‘Opinion’ নামে আলাদা একটি অপশন রাখা হয়েছে, যেখানে ব্যবহারকারীরা নির্দিষ্ট নীতি বা প্রস্তাব নিয়ে নিজেদের মতামত ও পরামর্শ লিখতে পারবেন। বিএনপির দাবি, জনগণের এই প্রতিক্রিয়াগুলো ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে বিবেচনায় নেওয়া হবে।
এছাড়া অ্যাপের শেষ অংশে বিশেষ কিছু তথ্যভিত্তিক কনটেন্ট যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে দলটির নীতি, দর্শন ও ভবিষ্যৎ ভাবনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
বিএনপির মতে, ‘ম্যাচ মাই পলিসি’ শুধু একটি প্রযুক্তিনির্ভর উদ্যোগ নয়; বরং এটি নীতিনির্ভর রাজনীতি, জনগণের অংশগ্রহণ এবং সরাসরি যোগাযোগভিত্তিক একটি নতুন রাজনৈতিক ধারার সূচনার প্রতিফলন।
মন্তব্য করুন

