বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ অক্টোবর ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

আলীকদম ব্যাটালিয়নের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত

আলীকদম (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৫, ১১:২৫ এএম
বান্দরবানের আলীকদম উপজেলায়, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।
expand
বান্দরবানের আলীকদম উপজেলায়, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।

বান্দরবানের আলীকদম উপজেলায়, আলীকদম ব্যাটালিয়নের (৫৭ বিজিবি) উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন আয়োজন করা হয়।

৫৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মেহেদী, পদাতিক এর দিক-নির্দেশনায় ব্যাটালিয়নের মেডিকেল অফিসার মেজর মোহাম্মদ খোরশেদুল আলম মাসুম, এএমসি কর্তৃক রবিবার (২৪ আগস্ট) সকাল ১০টায় বিজিবি ক্যান্টিনে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্যাম্পেইনের মাধ্যমে আলীকদম উপজেলাস্থ চিকিৎসা বঞ্চিত নারী, পুরুষ এবং শিশুসহ আনুমানিক ২২০ জনের অধিক পাহাড়ী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙ্গালী জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়াও, অধীনস্থ বিওপিসমূহের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মেডিকেল ক্যাম্পেইন আয়োজনের পরিকল্পনা করা হয়েছে যা দ্রুত বাস্তবায়ন করা হবে। একইসাথে আলীকদম উপজেলাস্থ ০১ জন গুরুতর অসুস্থ ব্যক্তি এবং ০১টি অসহায়/হতদরিদ্র পরিবারের মেয়ের বিবাহের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দিগম দূর্গম দূর্গম পাহাড়ী এলাকার এ সকল নিম্ন আয়ের হত-দরিদ্র নৃ-গোষ্ঠী জনসাধারণের একমাত্র ভরসার প্রতীক হিসেবে "বিজিবি" সর্বদা পাশে রয়েছে এবং আস্থার সাথে মানবিক কাজ করে যাচ্ছে। এ জাতীয় কর্মকাণ্ড পার্বত্য এলাকায় দায়িত্বরত বিজিবি এবং বসবাসরত পাহাড়ী-বাঙালী সম্প্রদায়ের মাঝে পারস্পরিক সু-সম্পর্ক, শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

এ সময় আলীকদম ব্যাটালিয়নের অধিনায়ক, স্টাফ অফিসার, বিভিন্ন পদবীর বিজিবি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সকলের আন্তরিক সহযোগীতায় শান্তিপূর্ণ পরিবেশে মেডিকেল ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) এর পক্ষ হতে এ সকল মানবিক ও জনকল্যানমূলক কর্মকান্ডের ধারা অব্যাহত থাকবে।

বিজিবি সূত্রে জানা যায়, বর্ডার গার্ড বাংলাদেশ এর কক্সবাজার রিজিয়নের, বান্দরবান সেক্টরের অধীনস্থ আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী থেকে সীমান্ত নিরাপত্তায় বাংলাদেশের সর্ব দক্ষিণ-পূর্বাঞ্চলের অতি দুর্গম বাংলাদেশ-মায়ানমার সীমান্তের দায়িত্ব পালন করছে। আলীকদম ব্যাটালিয়ন অত্যন্ত পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনের পাশাপাশি "অপারেশন উত্তরণ" এর আওতায় দূর্গম পাহাড়ী এলাকায় বসবাসরত স্থানীয় নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের মাঝে বিভিন্ন সময়ে মানবিক কাজের অংশ হিসেবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, আর্থিক অনুদান, খাদ্য ও বস্ত্র বিতরণ, শীতকালীন কম্বল বিতরণ, অগ্নিকান্ড এবং বন্যায় ক্ষতিগ্রস্থরে মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে পাহাড়ী-বাঙ্গালি সম্প্রীতি সুদৃঢ়করণে বিজিবি বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছে। এছাড়াও বিজিবি সার্বক্ষনিক দূর্গম পার্বত্য সীমান্তবর্তী এলাকায় বসবাসরত নৃ-গোষ্ঠী জনসাধরণের জীবন যাত্রার মানোন্নয়নের জন্য বিভিন্ন ভাবে সাহায্য-সহযোগীতা প্রদান করে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন