সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
২৯ ডিসেম্বর ২০২৫, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে দেখতে আবারও এভারকেয়ারে ডা. জুবাইদা রহমান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০২:১০ পিএম
সকাল ১০টার দিকে ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন
expand
সকাল ১০টার দিকে ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

পারিবারিক সূত্র জানায়, তিনি সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার খোঁজখবর নেন।

হাসপাতাল সূত্র অনুযায়ী, সকাল ১০টার দিকে ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর বেলা ১১টার কিছু পরে তিনি হাসপাতাল ত্যাগ করেন।

এর আগের দিন গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে তিনি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। ওই সময়ের কিছুক্ষণ পর তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুও হাসপাতালে উপস্থিত হন। একই দিনে খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও তাকে দেখতে হাসপাতালে যান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X