

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
পারিবারিক সূত্র জানায়, তিনি সোমবার (২৯ ডিসেম্বর) সকালে হাসপাতালে পৌঁছে খালেদা জিয়ার খোঁজখবর নেন।
হাসপাতাল সূত্র অনুযায়ী, সকাল ১০টার দিকে ডা. জুবাইদা রহমান এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। সেখানে প্রায় এক ঘণ্টা অবস্থান করার পর বেলা ১১টার কিছু পরে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
এর আগের দিন গতকাল রবিবার (২৮ ডিসেম্বর) রাত ৮টা ২৩ মিনিটে তিনি খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান। ওই সময়ের কিছুক্ষণ পর তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুও হাসপাতালে উপস্থিত হন। একই দিনে খালেদা জিয়ার বড় বোন সেলিনা ইসলামও তাকে দেখতে হাসপাতালে যান।
মন্তব্য করুন

