রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আজকের দিনটি কেমন যাবে আপনার?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রতিটি দিন নতুন সম্ভাবনা ও অভিজ্ঞতার দুয়ার খুলে দেয়। আজকের চ্যালেঞ্জ ও সুযোগগুলো কীভাবে আপনাকে প্রভাবিত করতে পারে— আজ ০৪ ডিসেম্বর, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, দেখে নিন আপনার রাশি অনুযায়ী ভবিষ্যদ্বাণী।

মেষ (২১ মার্চ—২০ এপ্রিল)

আপনার দিকে বেশ কিছু নতুন সুযোগ ধেয়ে আসবে। পরিবার—বিশেষ করে পিতা-মাতার পূর্ণ সমর্থন থাকায় কাজ সহজ হবে। বসতঘর সংক্রান্ত কিছু সুবিধা মিলতে পারে। দাম্পত্য সম্পর্কে শান্তি বজায় থাকবে এবং আত্মীয়দের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে।

বৃষ (২১ এপ্রিল—২০ মে)

বাড়িতে নতুন আসবাব বা সাজসজ্জার সামগ্রী আসতে পারে। কর্মজীবনের ভিত্তি আরও শক্তিশালী হবে। দীর্ঘদিনের কোনো শারীরিক কষ্ট থেকে মুক্তি মিলবে। ভয় বা দুর্বলতা দূর হয়ে আবার উদ্যম ফিরে আসবে। নতুন পরিকল্পনাগুলো বাস্তবায়নের দিকে অগ্রগতি হবে।

মিথুন (২১ মে—২০ জুন)

আর্থিক প্রবাহ থাকলেও খরচের তালিকা দ্রুত বেড়ে যেতে পারে, তাই একটু সতর্ক থাকুন। সহকর্মীদের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখাই আজ জরুরি। পরিবারের কোনো প্রবীণের স্বাস্থ্যের দিকে নজর দিন। ইলেকট্রনিক্স পণ্য মেরামতে বাড়তি খরচ হতে পারে।

কর্কট (২১ জুন—২০ জুলাই)

আজ ভাগ্য বেশ অনুকূলে থাকবে। মা-বাবা ও প্রবীণদের আশীর্বাদে আটকে থাকা কাজ এগোবে। বহুদিনের স্বপ্নপূরণের সম্ভাবনা রয়েছে। সন্তানদের নিয়ে আনন্দের মুহূর্ত আসবে। পরিবার নিয়ে ছোটখাটো ভ্রমণের সুযোগ আসতে পারে।

সিংহ (২১ জুলাই—২০ আগস্ট)

আজ দ্রুতগতির যানবাহন ব্যবহার না করাই ভালো। সঞ্চয় বাড়বে এবং অর্থনৈতিক দিক বেশ শক্তিশালী হবে। সম্পর্কের জট খুলে নতুন করে শুরু হতে পারে। সন্তানদের অগ্রগতিতে গর্ব অনুভব করবেন। ঘরে অতিথির সমাগম বাড়তে পারে।

কন্যা (২১ আগস্ট—২২ সেপ্টেম্বর)

নতুন চাকরি বা কাজের সুযোগ মিলতে পারে। ব্যবসায় নতুন পরিকল্পনা বাস্তবায়নের সময় এসেছে। বিদেশযাত্রা বা স্বদেশ প্রত্যাবর্তনের সুযোগও আসতে পারে। সৃজনশীলতা, সঙ্গীত ও আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ বাড়বে। মামলাজটিলতায় জয় আপনার পক্ষেই যেতে পারে।

তুলা (২৩ সেপ্টেম্বর—২২ অক্টোবর)

ব্যবসায় কিছুটা মন্দাভাব দেখা দিতে পারে এবং আয় আসার আগেই খরচ বাড়তে পারে। গোপন ও প্রকাশ্য শত্রুর দিক থেকে চাপ বাড়বে। প্রেম ও দাম্পত্যে ভুল বোঝাবুঝির আশঙ্কা রয়েছে। সন্তানদের আচরণে মন খারাপ হতে পারে। সামাজিক আনুষ্ঠানিকতায় অতিরিক্ত সম্পৃক্ততা এড়িয়ে চলুন।

বৃশ্চিক (২৩ অক্টোবর—২১ নভেম্বর)

নিঃসন্তানদের জন্য সুখবর আসতে পারে। বাড়ির নতুন সাজসজ্জা বা আসবাবপত্র যোগ হবে। বিয়ে-যোগ রয়েছে। প্রেমে আনন্দ বাড়বে। অংশীদারি ব্যবসায় সাফল্যের সম্ভাবনা প্রবল। সন্তানদের কৃতিত্বে আনন্দ পাবেন।

ধনু (২২ নভেম্বর—২০ ডিসেম্বর)

লটারি, জুয়া বা ঝুঁকিপূর্ণ কাজে না জড়ানোই ভালো। কর্মী বা সহায়কদের সাহায্য নিতে হবে। ভয় বা দুর্বলতার কারণে মনের ভার বাড়তে পারে। দুর্ঘটনা এড়াতে সতর্ক থাকুন। প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক নিয়ে সচেতন থাকুন। শিল্প-কারখানায় উৎপাদন কমতে পারে।

মকর (২১ ডিসেম্বর—১৯ জানুয়ারি)

বাড়ি, জমি কিংবা যানবাহন কেনার স্বপ্ন পূরণের ইঙ্গিত রয়েছে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তা আপনাকে এগিয়ে নিয়ে যাবে। বাবা-মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি দূর হবে। দক্ষতা ও কৌশল প্রয়োগে কাজের গতি বাড়বে। শিক্ষার্থীদের জন্যও দিনটি শুভ।

কুম্ভ (২০ জানুয়ারি—১৮ ফেব্রুয়ারি)

দাম্পত্যে চলমান সমস্যা মিটে গিয়ে সম্পর্কের উষ্ণতা ফিরবে। অর্থনৈতিক স্বস্তি আসবে। ঘরে আনন্দ ও সমৃদ্ধির আবহ থাকবে। শিশুদের সাফল্য আনন্দ দেবে। অংশীদারি ব্যবসায় সাফল্য মিলবে। জমিজমা সংক্রান্ত জটিলতা দূর হবে, যদিও আচার-অনুষ্ঠানে বাড়তি খরচ হতে পারে।

মীন (১৯ ফেব্রুয়ারি—২০ মার্চ)

চাকরি, শিক্ষা বা স্বাস্থ্যে থাকা দুশ্চিন্তা কমে যাবে। বিদেশ থেকে উপকার পাওয়ার সম্ভাবনা আছে। হারানো কোনো প্রিয় জিনিস বা মানুষ ফিরে আসতে পারে। স্বপ্নপূরণ খুব কাছাকাছি। সন্তানদের দিকে একটু নজর বাড়ান। বিয়ে-যোগ্যদের জন্য শুভ সময়। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। রাগ ও আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X