

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।
আচমকা কম্পনে ভীত হয়ে অনেকেই ঘর ছেড়ে বাইরে বের হয়ে আসেন।
সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন জগতের তারকারাও সামাজিকমাধ্যমে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন। তবে তাঁদের মধ্যে সবচেয়ে আলোচিত প্রতিক্রিয়া এসেছে অভিনেত্রী রুকাইয়া জাহান চমক–এর কাছ থেকে।
চমক নিজের ফেসবুক ওয়ালে কয়েকটি পোস্ট দেন। একটিতে তিনি লেখেন
“মেয়েদের জীবনের চেয়ে ওড়না যেন বেশি মূল্যবান।”
এ মন্তব্যের সঙ্গে ‘ভূমিকম্প ফ্যাক্ট’ হ্যাশট্যাগও জুড়ে দেন তিনি। তার এই পোস্ট মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। অনেকেই একে সাহসী মন্তব্য হিসেবে গ্রহণ করলেও, উল্লেখযোগ্য অংশ সম্পূর্ণ ভিন্ন মত জানায়। ফলে মন্তব্যগুলো দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।
মনিরা নামের এক নারী লেখেন, তার পোশাকের অবস্থা বিবেচনা করে তিনি ভূমিকম্পের সময় নিচে নামেননি।
বাসার বাকি সবাই নেমে গেলেও তিনি ঘরে বসে প্রার্থনা করছিলেন এবং পোষা বিড়ালকে কোলে নিয়েই অবস্থান করেন।
অন্যদিকে তাজকিয়া বিলকিস মনিরার ধারণার বিরোধিতা করেন। তার মতে, “লেখাপড়া, নিরাপত্তা, সবকিছুর আগে বেঁচে থাকা জরুরি। ‘লোকে কী বলবে’ ভাবতে গিয়ে অনেকে নিজেরাই বিপদ ডেকে আনে।”
লাভলী ইসলাম জানান, ভূমিকম্পের সময় তিনি সন্তান ও ওড়না নিয়ে দৌড়ে নিচে নেমে যান। তবে তার মতে, এমন পরিস্থিতিতে অনেকেরই পোশাক-পরিচ্ছদ ভাবার সময় থাকে না।
যাদের ওড়নার অভ্যাস রয়েছে, তারা গামছা বা তোয়ালে দিয়ে হলেও বের হবেন; আর যাদের নেই, তারা সে হিসেবেই সিদ্ধান্ত নেবেন।
চমকের মন্তব্যকে কেন্দ্র করে ইশিতা নামের আরেকজন লিখেন— “ব্যঙ্গাত্মকভাবে বলেছেন কি না জানি না, তবে অনেকের কাছে ‘সম্মান আগে’—এই ভাবনা বাস্তব।
আজ আমিও প্রথমে ওড়না ছাড়াই বের হতে যাচ্ছিলাম, পরে আবার রুমে ফিরে ওড়না নিয়ে নামলাম। এটা নিয়ে হাসাহাসি বা খোঁচা দেওয়ার কিছু নেই।”
তবে লামিয়া নামের এক নারী আবার বিপরীত যুক্তি তুলে ধরে লিখেছেন-
“আমার কাছে ইজ্জত জীবনের আগেই।”
এভাবে ভূমিকম্প থেকে বেঁচে ফেরার মুহূর্তে পোশাক–সংক্রান্ত সিদ্ধান্ত নিয়ে সামাজিকমাধ্যমে তুমুল আলোচনা শুরু হয়েছে; কারও কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ, আবার অনেকে মনে করছেন—বিপদের সময় জীবনই সর্বাগ্রে।
মন্তব্য করুন
