শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমিকম্পে তারকাদের উদ্বেগ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত শক্তিশালী ভূমিকম্প মানুষের মাঝে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। এ ঘটনায় এখন পর্যন্ত ৬জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কম্পনটি শুরু হয় শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে। আকস্মিক কম্পনের তীব্রতায় রাজধানীর মানুষ দ্রুত ঘরবাড়ি ছেড়ে বাইরে ছুটে আসে, আর সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া ও আতঙ্ক প্রকাশের ঢল নামে। দেশের বিনোদন অঙ্গনও এই অভিজ্ঞতা থেকে বাদ যায়নি।

তারকাদের প্রতিক্রিয়া

মেহজাবীন চৌধুরী ফেসবুকে লিখেছেন, ভূমিকম্প! আশা করি সবাই ভালো আছেন।

চঞ্চল চৌধুরী তার অনুভূতি জানিয়ে বলেছেন, ভয়ংকর অভিজ্ঞতা! সবাই নিরাপদ থাকুন, সৃষ্টিকর্তা আমাদের রক্ষা করুন।

অর্ণব তার ভবনে সৃষ্ট ফাটলের একটি ছবি শেয়ার করেছেন, যা থেকে বোঝা যায় ভূমিকম্পের ধাক্কা তাঁকে কতটা আতঙ্কিত করেছে।

সাদিয়া আয়মান দোয়া উল্লেখ করে লিখেছেন, আলহামদু লিল্লাহিল্লাঝী নাজ্জানি মিনাল-বালা। তিনি আরও জানান, জীবনে এ ধরনের কম্পন প্রথমবার অনুভব করেছেন এবং সবাইর নিরাপত্তা কামনা করেন।

সামিরা খান মাহি লিখেছেন, সবাই যেন সতর্ক থাকে। এরপর সিসিটিভি ফুটেজ শেয়ার করে জানান, তাঁর বিড়ালগুলো আগেই অস্বাভাবিক আচরণ করছিল।

আব্দুন নূর সজল বিস্ময় প্রকাশ করে লিখেছেন, এটা কি! ভূমিকম্প! আল্লাহ সবাইকে হেফাজত করুন।

রাশেদ মামুন অপু ভয়াবহ মুহূর্তের বিবরণ দিয়ে জানান, বাড়িতে তাঁর সন্তানদের কথা চিন্তা করে তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। পরে দুজনকেই নিরাপদে পাওয়ায় আলহামদুলিল্লাহ বলেন।

জামিল হোসেন লিখেছেন, এত বড় ভূমিকম্প! আল্লাহ মাফ করো।

সামান্তা পারভেজ বলেন, মানুষ আল্লাহকে ভয় করে না, গজবকে পাত্তা দেয় না।

তিনি জানান, কেন্দ্রস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল—যা তাঁর নিজ এলাকা।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, চলতি বছরের ৫ মার্চও রাজধানীতে মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন