বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

অপহরণের পর কনটেন্ট ক্রিয়েটকে নির্মমভাবে হত্যা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
মেরিয়েম সিসে
expand
মেরিয়েম সিসে

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে ঘটে গেছে এক হৃদয়বিদারক ঘটনা। জনপ্রিয় টিকটকার ও কনটেন্ট ক্রিয়েটর মেরিয়েম সিসেকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করেছে সেখানকার চরমপন্থিরা। এই ঘটনায় দেশজুড়ে শোক আর ক্ষোভের সঞ্চার হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, মেরিয়েমের বিরুদ্ধে স্থানীয় চরমপন্থি গোষ্ঠী অভিযোগ আনে যে তিনি সেনাবাহিনীকে তথ্য সরবরাহ করতেন। এ অভিযোগের পরই তাকে অপহরণ করে প্রকাশ্যে হত্যা করা হয়।

মেরিয়েমের ভাই জানান, বৃহস্পতিবার তাকে তুলে নিয়ে যাওয়া হয় এবং পরে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়—যা পুরো পরিবার ও স্থানীয় জনগণকে হতবাক করে দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এই নির্মম হত্যাকাণ্ড মালির চলমান অস্থিতিশীলতা ও চরমপন্থি সহিংসতার ভয়াবহ চিত্র আরও স্পষ্ট করে তুলেছে। ২০১২ সাল থেকে দেশটি বিদ্রোহ ও সন্ত্রাসী হামলার কবলে রয়েছে, যার প্রভাব এখনো অব্যাহত।

উল্লেখ্য, টোম্বোক্টোরের বাসিন্দা মেরিয়েম সিসে সামাজিক যোগাযোগমাধ্যমে ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তাঁর ভিডিও ও পোস্টে প্রতিফলিত হতো সৃজনশীলতা ও বাস্তব জীবনের গল্প। কিন্তু সেই প্রতিভাবান তরুণীর জীবন করুণ পরিণতিতে শেষ হলো, রেখে গেল অসংখ্য অনুসারীর শোক ও হতাশা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন