

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


থাইল্যান্ডের সৌন্দর্য প্রতিযোগিতা মিস গ্র্যান্ড থাইল্যান্ড-এর মুকুট জেতার মাত্র একদিন পরই খেতাব হারালেন সুফানি নইনোংথং।
গত ২০ সেপ্টেম্বর তিনি মুকুট জেতার পরদিন প্রতিযোগিতা কমিটির এক বিবৃতিতে জানানো হয়, সুফানির কিছু কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
মুকুট জয়ের পর আগামীতে প্রাচুয়াপ খিরি খান প্রদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল তার। কিন্তু মুকুট জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার কিছু বিতর্কিত ভিডিও ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে তাকে প্রাপ্তবয়স্কদের খেলনা ব্যবহার, ই-সিগারেট টানা এবং খোলামেলা পোশাকে নাচতে দেখা যায়।
পরবর্তীতে ২৭ বছর বয়সী সুফানি নিজের ফেসবুকে একটি পোস্টে এসব ভিডিও এবং নগ্ন ফটোশুটের বিষয়টি স্বীকার করে দুঃখ প্রকাশ করেন। তিনি জানান, করোনাকালে আর্থিক সংকটের সময় মায়ের চিকিৎসা খরচ জোগাতে তিনি ‘অনলি ফ্যানস’ প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলেছিলেন এবং সেখানেই এই ধরনের কনটেন্ট তৈরি করেছিলেন। তবে বর্তমানে তার মা আর বেঁচে নেই।
ঘটনার জন্য অনুতপ্ত সুফানি বলেন, “এটা আমার জন্য বড় শিক্ষা। আমি প্রতিজ্ঞা করছি, নিজেকে আরও উন্নত করব এবং যেন এমন কিছু আর না ঘটে।”
মন্তব্য করুন
