রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
০২ নভেম্বর ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সব জমা আছে প্রতিশোধের খাতায়: অরুণা বিশ্বাস

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অভিনেত্রী অরুণা বিশ্বাস
expand
অভিনেত্রী অরুণা বিশ্বাস

গত বছরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিছু অভিনয় শিল্পী ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন অভিনেত্রী অরুণা বিশ্বাস।

তখন আলোচিত হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর স্ক্রিনশর্ট প্রকাশ্যে আসার পর অভিনেত্রীকে নিয়ে নানা মহলে সমালোচনা শুরু হয়। গ্রুপে কথোপকথনের এক পর্যায়ে তিনি ছাত্রদের ওপর গরম পানি ঢেলে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করেছিল।

সরকার পতনের পর ৫ আগস্ট অরুণা দেশ ছাড়েন এবং কানাডায় পাড়ি জমান। বর্তমানে তিনি সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। শুক্রবার (৩১ অক্টোবর) এক পোস্টে তিনি লিখেছেন, “সব জমা আছে প্রতিশোধের খাতায়, আর ভুল হবে না।”

অভিনেত্রীর পোস্টে একজন মন্তব্য করেছেন, “সময় যতোই বহমান হোক, অতীত কখনো অকৃতজ্ঞ বা বেঈমানকে ক্ষমা করে না।” আরেকজন লিখেছেন, “ভুল হলে মনে করিয়ে দেব।”

অরুণার কর্মজীবন শুরু হয় রেডিওতে অভিনয়ের মাধ্যমে। ১৯৮৪ সালে নরেশ ভূঁইয়ার পরিচালনায় বিটিভির নাটক ‘এখানেই জীবন’-এর মাধ্যমে ছোট পর্দায় অভিষেক ঘটে।

চলচ্চিত্রে তিনি আত্মপ্রকাশ করেন ১৯৮৬ সালে নায়করাজ রাজ্জাকের প্রযোজনায় নির্মিত ‘চাঁপা ডাঙ্গার বউ’ সিনেমার মাধ্যমে।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘দুর্নাম’, ‘সম্মান’, ‘কৈফিয়ত’, ‘দংশন’, ‘চরম আঘাত’, ‘বন্ধু বেঈমান’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘প্রেম শক্তি’, ‘মায়ের দোয়া’, ‘গরীবের বউ’, ‘শান’ ইত্যাদি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন