

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সুন্দরী, ক্যারাটেতে ব্ল্যাক বেল্টধারী, একসময় কাজ করেছেন বলিউডে। তার নিজস্ব অভিনয় প্রশিক্ষণকেন্দ্রও রয়েছে; নেই পয়সার অভাব। এরপরও সুযোগ পেলেই হয় চুরি নয়তো পকেটমারি! তিনি আর কেউ নন; কলকাতার অভিনেত্রী রূপা দত্ত।
সম্প্রতি একটি চুরির ঘটনায় আবারও শিরোনামে এসেছেন এই অভিনেত্রী।
কলকাতার টেলিভিশন অভিনেত্রী রূপা দত্ত ফের আলোচনায় এসেছেন অপরাধমূলক ঘটনায় জড়িয়ে। গত ১৫ অক্টোবর এক নারীর ব্যাগ থেকে সোনার গয়না ও নগদ অর্থ চুরির অভিযোগে তাকে আটক করেছে পুলিশ।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বৃহস্পতিবার রাতে বড়বাজার থানার নন্দরাম মার্কেট সংলগ্ন এলাকা থেকে রূপাকে গ্রেপ্তার করা হয়।
রূপা দত্ত যোগমায়া দেবী কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। অভিনয়ের আগ্রহে টলিউডে কাজের চেষ্টা করেও সফল না হয়ে মুম্বাই যান তিনি। সেখানে ‘জয় মা বৈষ্ণো দেবী’ টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। এছাড়া অভিনেতা অঙ্কুশ হাজরার সঙ্গে ‘কেল্লাফতে’ সিনেমাতেও অভিনয় করেন।
তবে সাম্প্রতিক বছরগুলোতে রূপা অভিনয়ের চেয়ে বেশি পরিচিত হয়েছেন বিতর্ক ও অপরাধের ঘটনায়। ভারতীয় গণমাধ্যম জানায়, ২০২২ সালে কলকাতা বইমেলায় পকেটমারির ঘটনায় তিনি হাতেনাতে ধরা পড়েছিলেন। তখন তার কাছ থেকে ৭৫ হাজার টাকা ও একাধিক মানিব্যাগ উদ্ধার করেছিল পুলিশ।
এছাড়া ২০২০ সালে পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে যৌন হয়রানির মিথ্যা অভিযোগ তোলেন রূপা, যা পরে তদন্তে ভুয়া প্রমাণিত হয়।
সর্বশেষ ঘটনায় পুলিশ জানিয়েছে, অভিযোগকারী নারীর ব্যাগ থেকে ২০ গ্রাম সোনার মঙ্গলসূত্র, ২১ গ্রাম সোনার চেইন, দুটি সোনার বালা এবং নগদ ৪ হাজার টাকা চুরি হয়েছিল।
পরে রূপাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশির পর তার বাসা থেকে ৬২.৯৫ গ্রাম সোনার গয়না উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন এবং ঘটনার তদন্ত অব্যাহত আছে বলে নিশ্চিত করেছে বড়বাজার থানা পুলিশ।
মন্তব্য করুন
