শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

‘আমিই কি পূজা চেরী’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পিএম
পূজা চেরী
expand
পূজা চেরী

এবারের শারদীয় দুর্গোৎসব ঢাকাতেই কাটিয়েছেন তরুণ অভিনেত্রী পূজা চেরী। উৎসবের দিনগুলোতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে বেড়িয়েছেন তিনি। সেই অভিজ্ঞতার কথাই শেয়ার করেছেন গণমাধ্যমের সঙ্গে।

পূজা জানান, তার পূজার আনন্দ শুরু হয়েছিল অষ্টমী থেকেই। সেদিন লাল-সাদা শাড়ি পরে ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন তিনি। সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেছি। মণ্ডপে কাটানো কিছু মুহূর্ত আবার সামাজিক মাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ার করেছি, বলেন অভিনেত্রী।

মণ্ডপে গিয়ে ভক্তদের প্রতিক্রিয়াও ছিল বিশেষ অভিজ্ঞতা। কেউ ছবি তুলতে এগিয়ে এসেছেন, কেউ আবার কেবল দূর থেকে তাকিয়ে থেকেছেন। অনেকেই নাকি নিশ্চিত হতে পারছিলেন না, তিনি আসলেই পূজা চেরী কিনা!

ঢাকেশ্বরীর সেই অভিজ্ঞতাকে ‘অন্যরকম’ বলে উল্লেখ করেন পূজা। জানান, এবার বিজয়া দশমীতে আরও কয়েকটি পূজামণ্ডপ ঘোরার ইচ্ছা রয়েছে। তবে এই আনন্দঘন সময়ে মাকে না পাওয়ার কষ্টও শেয়ার করেন তিনি। “মা থাকলে পূজার আনন্দটা ভিন্ন রকম হতো, বলেন তিনি।

খুলনায় জন্ম নেওয়া এই অভিনেত্রী বড় হয়েছেন ঢাকার হাজারীবাগে। শৈশবের পূজা স্মৃতিচারণ করতে গিয়ে জানান, ছোটবেলায় তিনি নানা রঙের পোশাক পরে পুরান ঢাকার বিভিন্ন মন্দিরে ঘুরতেন। তখন আত্মীয়-স্বজন বাসায় আসতেন, পথে পথে খাওয়ার আয়োজন থাকত, আর বাসায় ফিরে মায়ের রান্নার স্বাদে উৎসবের আনন্দ পূর্ণতা পেত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন