শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এগুলো মোটেও আমার নয় : প্রভা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ এএম
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা
expand
অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নিয়মিত কাজ করছেন নাটক ও ওয়েব কনটেন্টে। পাশাপাশি নাম লিখিয়েছেন সিনেমাতেও। সরকারি অনুদানের দুটি চলচ্চিত্রে অভিনয় শেষ করেছেন তিনি। কাজের খবরের পাশাপাশি ব্যক্তিগত নানা বিষয়ে সামাজিক মাধ্যমেও সরব এই অভিনেত্রী।

সম্প্রতি তিনি ফেসবুকে লাইভে এসে সতর্ক করেছেন ভক্তদের, কারণ তার নামে একাধিক ফেক অ্যাকাউন্ট চালানো হচ্ছে। এ কারণে তার অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগে সমস্যা দেখা দিয়েছে।

লাইভে প্রভা জানিয়েছেন, “অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবি ব্যবহার করে লেখা হচ্ছে, ‘রিচ কমেছে, সবাই কমেন্টে সাড়া দিন’। এগুলো মোটেও আমার নয়।”

তিনি ফেক অ্যাকাউন্টগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু এসব নকল প্রোফাইল বন্ধ করুন।”

প্রভা আরও সতর্ক করেছেন, “ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা বিশ্বাস করবেন না। আমার নামের প্রোফাইল ব্যবহার করে কেউ এমন কিছু করলে, সেটা আমি করিনি। দয়া করে, বিচার করবেন না।”

অন্যদিকে প্রভা বর্তমানে নতুন সিনেমার কাজেও ব্যস্ত। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘দেনা পাওনা’ গল্প অবলম্বনে নির্মিত ছবিতে নিরুপমা চরিত্রে অভিনয় করবেন। ছবিতে তার বিপরীতে দেখা যাবে মামনুন ইমনকে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন