বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৭ নভেম্বর ২০২৫, ১২ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে ধুয়ে দিলেন সালমা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ১১:০০ পিএম
সংগৃহীত ছবি
expand
সংগৃহীত ছবি

আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগে বিতর্কিত বাউল শিল্পী আবুল সরকারকে তীব্র সমালোচনা করেছেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা।

এক ভিডিওবার্তায় তিনি বলেন, বাউল শিল্পীরা গান করেন ঠিকই, কিন্তু এমন কোনো আচরণ করবেন না যার কারণে পুরো শিল্পী সমাজ অপমানিত হয়। আপনাদের লজ্জার দায় আমরা নেব না।

সালমা আরও বলেন, প্রভুকে নিয়ে অবমাননাকর কথা বলা থেকে বিরত থাকুন। এতে আমাদের হৃদয় বিদীর্ণ হয়, আমরা তা মেনে নিতে পারি না। মা–বাবাকে গালি দিলে কেউ সহ্য করতে পারে না—তাহলে সৃষ্টিকর্তাকে নিয়ে কটূক্তি করলে তাঁর বান্দারা নিশ্চুপ থাকবে কীভাবে?

‘আপনাকে এতটুকু পারমিশন কেউ দেয়নি যে, সৃষ্টিকর্তা ও রাসুলকে বাজেভাবে অপমান করবেন। আপনারা পুরো শিল্পী সমাজকে কলঙ্কিত করবেন, এই ক্ষমতাকে কিন্তু কেউ আপনাকে দেয়নি। আপনার জন্য এরকম কলঙ্ক আমরা নিতে পারব না’।

ক্লোজআপ ওয়ান তারকা হিসেবে পরিচিতি পাওয়া এই কণ্ঠশিল্পী আরও বলেন, একজন বাউল কখনো অন্যকে কষ্ট দিতে পারে না।একজন সাধক কখনো আট দশজন মানুষকে অপমান করতে পারে না। বাউল হিসেবে তার তো কোনো চাওয়া পাওয়াই থাকবে না- তাহলে সে কিসের সাধক, কিসের বাউল?

তিনি বলেন, অনেক সময় কথা বলতে বলতে আমরা মিসটেক করে ফেলি। কিন্তু উনার (আবুল সরকার) ভিডিওটা দেখার পর আমার একবারো মনে হয়নি তিনি মুখ ফসকে বলেছেন বা সে ভুলভাল বা উলটাপালটা কিছু বলে ফেলেছেন। বরং উনি নির্দ্ধিধায়...মনে হচ্ছে তিনি যেন আল্লাহর সাথে কৌতুক করছেন। আসলে কি এটা কৌতুক করার বিষয়? একজন বাউলের এ ধরনের আচরণ আমি কখনোই মানতে পারি না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন