

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউড অভিনেত্রী কাজল আবারও আলোচনায়। অজয় দেবগনের সঙ্গে সম্পর্ক ঘিরে টানাপড়েনের গুঞ্জন চলতেই এবার সামনে এলো নায়িকার এক ‘প্রাক্তন’ প্রসঙ্গ-যেখানে যুক্ত হলেন অভিনেত্রী টুইঙ্কেল খান্নাও।
সম্প্রতি এক সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে কাজল ও টুইঙ্কেল দু’জনেই জানান, তাদের একজন ‘কমন’ প্রাক্তন প্রেমিক রয়েছে। তবে এই প্রসঙ্গ তুলতেই কাজল দ্রুত টুইঙ্কেলকে থামিয়ে দেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন ভিকি কৌশল ও কৃতি স্যানন। একটি পর্বে অতিথিদের বিভিন্ন বিষয়ে ‘সম্মতি বা দ্বিমত’ জানাতে হয়। সেখানকার একটি বক্তব্য ছিল-‘প্রিয় বন্ধুর প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়ানো উচিত নয়।’
এ বিষয়ে কাজল ও টুইঙ্কেল একমত হলেও ভিকি ও কৃতি ভিন্নমত পোষণ করেন। ভিকির মতে, বন্ধু ও তার প্রাক্তন যখন সম্পর্ক থেকে বেরিয়ে এগিয়ে গেছে, তখন অন্য কারও সেই প্রাক্তনের সঙ্গে সম্পর্কে জড়ানোতে বাধা নেই। আর এতে সমস্যা দেখা দিলে বোঝা যাবে-পুরোনো সম্পর্ক আসলে পুরোপুরি শেষ হয়নি।
ভিকির মন্তব্যে আলোচনার মাত্রা বেড়ে গেলে টুইঙ্কেল হঠাৎ কাজলের কাঁধে হাত রেখে বলেন, আমাদেরও তো একজন কমন প্রাক্তন আছে! টুইঙ্কেলের কথা শুনেই বিস্মিত হয়ে কাজল তৎক্ষণাৎ বলেন, না, দয়া করে চুপ! একদম চুপ!
তবে তারা কেউই সেই ব্যক্তির নাম প্রকাশ করেননি। এতে নেটিজেনদের মধ্যে কৌতূহল আরও বেড়েছে।
নেটিজেনদের একাংশের ধারণা-ওই ব্যক্তি পরিচালক অভিষেক কাপুর। তাদের অনুমান, টুইঙ্কেলের সঙ্গে সম্পর্কের আগে কিছুদিন কাজলের সঙ্গেও তিনি সম্পর্কে ছিলেন। তবে বিষয়টি পুরোপুরি ভক্তদের আন্দাজ, যার কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
মন্তব্য করুন
