মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ নীরবতা ভেঙে পর্দায় ফিরছেন শ্রদ্ধা কাপুর

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ১১:৫৮ এএম
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা
expand
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার এক অনন্য চরিত্রে পর্দায় ফিরছেন। ‘স্ত্রী ২’-এর পর দীর্ঘ সময়ের নীরবতা কাটিয়ে তিনি এবার একটি আবেগঘন ও শক্তিশালী জীবনের গল্পে অভিনয় করছেন। নতুন ছবির নাম ‘ঈথা’, যা প্রযোজনা করছে ম্যাডক ফিল্মস। পরিচালকের দায়িত্বে আছেন লক্ষ্মণ উতেকর।

এই ছবিতে শ্রদ্ধাকে দেখা যাবে কিংবদন্তি শিল্পী ভিতাবাই নারায়ণগাঁওকর হিসেবে। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হওয়া ‘ঈথা’ লেখা ক্ল্যাপবোর্ডের ছবি ভক্তদের মধ্যে কৌতূহল বাড়িয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে যে, ছবির সংগীত পরিচালনায় থাকছেন জনপ্রিয় জুটি অজয়-অতুল। ফলে সংগীতেও থাকবে ঐতিহ্যের আবহ এবং আবেগের গভীরতা।

ভিতাবাই নারায়ণগাঁওকর ছিলেন মহারাষ্ট্রের ঐতিহ্যবাহী লোকনাট্যরূপ ‘তামাশা’-র গুরুত্বপূর্ণ ব্যক্তি। তার সংগ্রামী জীবন, শিল্পচর্চা এবং সংস্কৃতির প্রতি অবদানই ‘ঈথা’-র মূল উপজীব্য। শ্রদ্ধার জন্য এটি একটি অভিনয়নভিত্তিক চ্যালেঞ্জিং চরিত্র, যা তার ক্যারিয়ারে নতুন উচ্চতা আনতে পারে।

২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘স্ত্রী ২’-এর পর এ বছর শ্রদ্ধার নতুন কোনো ছবি মুক্তি না পেলেও তার জনপ্রিয়তায় কোনো ক্ষতি হয়নি। ৯৪ মিলিয়ন অনুসারীর সঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত যোগাযোগ রাখেন। সম্প্রতি ভারতের নারী ক্রিকেট দলের বিশ্বকাপ জয়ের পর তার আবেগঘন বার্তাও ভাইরাল হয়েছিল।

শ্রদ্ধার জনপ্রিয়তা শুধু সিনেমা নয়, তার আইকনিক চরিত্রগুলোর কারণে সমসাময়িক নস্টালজিয়াও তৈরি হচ্ছে। সাম্প্রতিক হ্যালোইন উৎসবে যুক্তরাষ্ট্রে একজন নারী শ্রদ্ধার ‘স্ত্রী’ চরিত্রে সাজতে দেখা যায়, যা প্রমাণ করে যে তার অভিনীত চরিত্রগুলো আজও দর্শকের মনে বিশেষ স্থান ধরে রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন