

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বলিউডে অল্প সময়ের মধ্যেই পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী জায়রা ওয়াসীম। পরপর সফল ছবি উপহার দেওয়ার পর অভিনয় জগত ছেড়ে ধর্মীয় জীবন বেছে নেন তিনি। দীর্ঘদিন ধরে নিজেকে আড়ালে রাখলেও সম্প্রতি বিহারের মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের একটি ঘটনায় মুখ খুলেছেন জায়রা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিতীশ কুমারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, হিজাব পরিহিত এক নারী চিকিৎসককে নিয়োগপত্র দেওয়ার সময় মুখ্যমন্ত্রী তার দিকে তাকিয়ে প্রশ্ন করেন, ‘এটা কী?’ এর পরে তিনি খানিক ঝুঁকে ওই চিকিৎসকের হিজাব সরানোর চেষ্টা করেন। ঘটনাটি মঞ্চেই ঘটে, যা মুহূর্তের মধ্যে বিতর্কের জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, আচমকা এই ঘটনায় ওই নারী চিকিৎসক হতভম্ব হয়ে পড়েন। পরিস্থিতি সামাল দিতে তাকে হাত ধরে মঞ্চ থেকে নামিয়ে নেওয়া হয়। এ সময় উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী মুখ্যমন্ত্রীকে থামানোর চেষ্টা করলেও ততক্ষণে ঘটনা ঘটে গেছে।
এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জায়রা ওয়াসীম। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, একজন নারীর সম্মান নিয়ে প্রকাশ্যে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একজন মুসলিম নারী হিসেবে অন্য মুসলিম নারীর পর্দা নিয়ে এমন হস্তক্ষেপ এবং সেই সঙ্গে হাস্যরস—সব মিলিয়ে বিষয়টি তাকে গভীরভাবে ক্ষুব্ধ করেছে।
জায়রার মতে, ক্ষমতার অবস্থানে থাকা মানেই সীমা লঙ্ঘনের অধিকার পাওয়া নয়। তিনি নিতীশ কুমারের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার দাবি জানিয়েছেন।
এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আরজেডি ও কংগ্রেসসহ একাধিক বিরোধী দল মুখ্যমন্ত্রীর আচরণের কড়া সমালোচনা করেছে। তবে নিতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড) এই ঘটনায় মুখ্যমন্ত্রীর পক্ষেই অবস্থান নিয়েছে।
মন্তব্য করুন

