

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


উদয়পুরে শিল্পপতি রাজু মন্টেনার কন্যা নেত্রা মন্টেনার বিয়ে ঘিরে এখন সামাজিক যোগাযোগমাধ্যম সরগরম। অনুষ্ঠানের ভিডিও–ছবিতে দেখা যাচ্ছে বিয়ে ঘিরে একজায়গায় হাজির হয়েছেন বলিউডের বহু তারকা, আর সেখানে তারা মঞ্চ মাতিয়ে তুলেছেন নাচে–গানে।
রণবীর সিং, জাহ্নবী কাপুরসহ আরও অনেকে অতিথিদের আনন্দে ভরিয়ে দিয়েছেন। তবে বড় পরিসরের অনুষ্ঠানে সিনেমার তারকাদের উপস্থিতি নতুন কিছু নয়। বহুদিন ধরেই বিলাসবহুল বিয়ের আসরগুলোতে নাচের জন্য জনপ্রিয় শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়ে থাকে, আর প্রত্যেকে নেন আলাদা পারিশ্রমিক।
বলিউড অঙ্গনের অনেকেই জানান, রণবীর সিং নিয়মিতই এসব আয়োজনে নাচেন, আর একটি পরিবেশনার জন্য তার পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপির কাছাকাছি ধরা হয়।
আলিয়া ভাট বিয়ের পর কম দেখা গেলেও, বিশেষ আয়োজনে উপস্থিত হলে তাকে নাচের জন্য প্রায় ১.৫ কোটি রুপি দেওয়া হয় বলে শোনা যায়।
সালমান খান কোনো অনুষ্ঠানে নাচলে তার উপস্থিতিই পরিবেশ বদলে দেয়; তিনি নাচের জন্য ২ কোটি রুপির মতো পারিশ্রমিক নেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
একসময় দ্বিধায় থাকলেও রণবীর কাপুর এখন বড় আয়োজনে নাচছেন, আর তার পারিশ্রমিকও প্রায় ২ কোটি রুপি।
দীপিকা পাড়ুকোন সিনেমার মতো মঞ্চেও নাচে দর্শকদের মুগ্ধ করেন; তার নাচের জন্য পারিশ্রমিক প্রায় ১ কোটি রুপি বলে বলা হয়।
ভিকি কৌশলও এ তালিকায়; তার নাচের পারিশ্রমিকও প্রায় ১ কোটি রুপি।
নৃত্যে দক্ষতার জন্য পরিচিত ক্যাটরিনা কাইফের চাহিদা তুলনামূলক বেশি। বিয়ের মঞ্চে তার এক পরিবেশনার জন্য প্রায় ৩.৫ কোটি রুপি পর্যন্ত দেওয়া হয় বলে জানা যায়।
শাহরুখ খান বিশেষ অনুষ্ঠানে অংশ নিলে তার পারিশ্রমিক থাকে প্রায় ৩ কোটি রুপির মতো।
আর অক্ষয় কুমারের ক্ষেত্রে এ অঙ্ক দাঁড়ায় প্রায় ২.৫ কোটি রুপি। বলিউড তারকাদের উপস্থিতি ও তাদের নাচ—যেকোনো বড় আয়োজনকে আরও বর্ণাঢ্য করে তোলে, আর সেই কারণেই তাদের পারিশ্রমিকের পরিমাণও থাকে বেশ আলোচনায়।
মন্তব্য করুন
