

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৯ বছরের বিরতির পর ঢাকার মঞ্চে কনসার্ট দিতে যাচ্ছেন ভারতীয় গায়ক অরিজিৎ সিং।
তার গানে প্রেম, বেদনা ও জীবনের গল্পের মেলবন্ধন থাকে—এবার সেই সুরের জাদু বাংলাদেশি শ্রোতাদের মুগ্ধ করবে।
কনসার্ট আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশন এবং টিকিট টুমোরো।
ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা শুরু হয়েছে, কিন্তু কবে, কোথায় এবং কিভাবে অনুষ্ঠানটি হবে তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। আয়োজক প্রতিষ্ঠান শিগগির বিস্তারিত জানাবে।
অরিজিৎ সিং বাংলাদেশে আগেও কনসার্ট করেছেন। সর্বশেষ তিনি ২০১৬ সালে ‘অরিজিৎ সিং সিম্ফনি অর্কেস্ট্রা’ শিরোনামের কনসার্টে পারফর্ম করেছিলেন ঢাকার আর্মি স্টেডিয়ামে।
দেশের শ্রোতারা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবারও প্রিয় গায়কটির কণ্ঠে ‘তুম হি হো’, ‘চান্না মেরেয়া’ ও ‘গেরুয়া’-র মতো গান সরাসরি শোনার জন্য।
ট্রিপল টাইম কমিউনিকেশনসের এক কর্মকর্তা বলেন, “আমরা কোনো আয়োজন করার আগে শ্রোতাদের পছন্দ বুঝে নেওয়ার চেষ্টা করি—কে বেশি জনপ্রিয়, কাকে তারা দেখতে চান। সেই কারণেই এই ভোটিং পোস্ট দেওয়া হয়েছিল। এখনো কিছু চূড়ান্ত হয়নি।
আনুভ জেইনের ইভেন্টের পর সেটাই হবে আমাদের পরবর্তী পরিকল্পনা। তবে সামনে জাতীয় নির্বাচন থাকায় এর আগে নতুন ইভেন্টের সম্ভাবনা কম।”
তিনি আরও বলেন, “পোস্টটি দেওয়ার পর অনেকে ধরে নিয়েছেন আমরা অরিজিৎ সিংকেই আনছি। কিন্তু এটি শুধু একটি ভোটিং পোস্ট মাত্র—এখনও কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।”
 সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
    
    সর্বশেষ খবর পেতে  Google News ফিডটি অনুসরণ করুন
    
মন্তব্য করুন
 
 
                    