শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
৩১ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নীল সমুদ্রপাড়ে টয়ার নতুন রূপ

বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০৮:৫৩ পিএম
অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া
expand
অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া

কক্সবাজারের নীল আকাশ আর সমুদ্রের ঢেউয়ের মাঝে সম্প্রতি ধরা দিয়েছেন অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া। ফিটনেস ও ফ্যাশন সচেতনতার জন্য তরুণ ভক্তদের কাছে তিনি সবসময়ই অনুপ্রেরণা।

এর আগে শ্রীলঙ্কা সফরের মুহূর্তগুলোও সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন তিনি।

ব্যক্তিগত জীবনে টয়া অভিনেতা শাওনকে বিয়ে করেছেন। দম্পতিকে প্রায়ই দেশ-বিদেশে ভ্রমণ করতে দেখা যায়।

২০১০ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় পঞ্চম স্থান অর্জনের মধ্য দিয়ে আলোচনায় আসেন টয়া। রুমানা রশিদ ঈশিতার পরিচালনায় ‘অদেখা মেঘের কাব্য’ নাটকে অভিনয়ের মাধ্যমে শুরু হয় তার অভিনয় ক্যারিয়ার। এরপর থেকে টেলিভিশন নাটক, টেলিফিল্ম, বিজ্ঞাপন ও মিউজিক ভিডিও—সব ক্ষেত্রেই নিজেকে সফলভাবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।

১৯৯১ সালের ২৪ এপ্রিল রাঙ্গামাটিতে জন্মগ্রহণ করা টয়া দুই বোনের মধ্যে ছোট। তার বাবা ব্যবসায়ী এবং মা একজন শিক্ষক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন