শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
২১ নভেম্বর ২০২৫, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

শাকসুর ভোটার তালিকায় মেয়েদের হলে ছেলেদের নাম

শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৯:০১ পিএম
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)
expand
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু)

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে নারী শিক্ষার্থীদের হলে অনেক ছেলে শিক্ষার্থীর নাম এবং ছেলে শিক্ষার্থীদের আবাসিক হলের ভোটার তালিকায় কয়েকজন নারী শিক্ষার্থী নাম পাওয়া গিয়েছে।

গতকাল শুক্রবার (২০ নভেম্বর) শাকসু নির্বাচন পরিচালনার জন্য গঠিত ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়।

বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া নানামুখী হয়ে উঠেছে।

কেউ ব্যঙ্গ–বিদ্রূপের আশ্রয় নিয়ে হাস্যরসাত্মক পোস্ট ও মন্তব্য করছেন, আবার কেউ করছেন সমালোচনা। অনলাইন পরিসরে বিষয়টি নিয়ে এক ধরনের আলোচনার ঝড় সৃষ্টি হয়েছে।

এ ব্যাপারে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেছ বলেন, ‘এটা টেকনিক্যাল সমস্যা। আমরা শিক্ষার্থীদের লিস্টগুলো নিয়েছি রেজিস্টার দপ্তর থেকে।

সেখানে হয়ত এরকম ছিল। তবে আমরা সমস্যাগুলো চিহ্নিত করার চেষ্টা করছি এবং আগামী রবিবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন