শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
২০ ডিসেম্বর ২০২৫, ৫ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

জাকসু'র ফল প্রকাশের আগে অঝোরে কাঁদলেন নির্বাচন কমিশনার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৯ পিএম
অঝোরে কাঁদলেন নির্বাচন কমিশনার
expand
অঝোরে কাঁদলেন নির্বাচন কমিশনার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফল ঘোষণার আগে কমিশনাররা প্রতিকূলতা, চাপ ও অনিশ্চয়তার মধ্যে অঝোরে কেঁদেছেন। তাদের এই অসাধ্য সাধন এবং টানা শ্রমের জন্য সকল জাবিয়ানদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

গত বৃহস্পতিবার জাকসুর ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো সিনেট হলে নিয়ে আসা হয় এবং প্রায় ৪০ ঘণ্টা ধরে ভোট গণনা চলেছে।

নির্বাচনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদী হাসান অভিযোগ করেন, কমিশন ক্রয় প্রক্রিয়া অনুসরণ না করে জামায়াতের কোনো অখ্যাত কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ করেছে। এই অভিযোগের প্রেক্ষিতে কমিশন ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত গ্রহণ করেন।

তবে ছাত্রদল ও বামেরা বিভিন্ন অজুহাত দেখিয়ে নির্বাচন বর্জন করেন। অন্যদিকে, ছাত্রশিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী মাজহারুল ইসলাম মিডিয়ার কাছে প্রমাণ দেখিয়ে জানিয়েছেন, ওএমআর মেশিন সরবরাহকারী ব্যক্তি জামায়াত নয়, বরং বিএনপির সঙ্গে সম্পর্কিত।

জাকসু নির্বাচন পরিচালনা কমিটির অধিকাংশ সদস্য বিএনপিপন্থী শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভিসিও একজন বিএনপিপন্থী শিক্ষক নেতা।

নির্বাচনের এই জটিল পরিস্থিতিতে কমিশনারদের কঠোর পরিশ্রম এবং ছাত্রদের মধ্যে উত্তেজনা থাকা সত্ত্বেও অবশেষে ভোট গণনা সম্পন্ন হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X