

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলেও এখনো চূড়ান্ত ফলাফল ঘোষণা হয়নি। এতে শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষা ও উদ্বেগ দুটোই বাড়ছে।
ভোট গ্রহণের পর থেকে ক্যাম্পাসজুড়ে নানা আলোচনা চলছে—কে ভিপি, জিএস বা অন্যান্য পদে এগিয়ে আছেন তা নিয়ে শিক্ষার্থীরা যেমন আগ্রহের সঙ্গে খোঁজখবর নিচ্ছেন তেমনি সাধারণ মানুষের মধ্যে এ নিয়ে কৌতুহল কম নয়। তবে আনুষ্ঠানিক ফল না আসায় অনেকে হতাশাও প্রকাশ করছেন।
আবার অনেকেই জানতে চাচ্ছেন ভিপি-জিএসদের বেতন ভাতা কত? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (জাকসু) নির্বাচনের সম্ভাবনা ঘিরে ভিপি ও এজিএসসহ নির্বাচিত পদাধিকারীদের বেতন–ভাতা প্রসঙ্গ নতুন করে আলোচনায় এসেছে। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্পষ্ট কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
ডাকসুর (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) অভিজ্ঞতা অনুযায়ী, ভিপি বা জিএসদের জন্য মাসিক কোনো বেতন নির্ধারিত থাকে না। পরিবর্তে এক বছরের কার্যক্রম পরিচালনার জন্য একটি এককালীন বরাদ্দ দেওয়া হয়। পূর্বের উদাহরণ অনুসারে এ বরাদ্দের পরিমাণ প্রায় ১০ লাখ টাকা, যা ভিপি ও জিএসের জন্য সমান ভাগে ৫ লাখ করে বণ্টন করা হয়ে থাকে।
জাকসুর ক্ষেত্রেও একই ধরনের নিয়ম কার্যকর হতে পারে বলে মনে করেন শিক্ষার্থীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
শিক্ষার্থীরা বলছেন, সংসদের কার্যকর ভূমিকা নিশ্চিত করতে আর্থিক বরাদ্দের স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি। অন্যদিকে সংশ্লিষ্টরা মনে করছেন, এ বিষয়ে পরিষ্কার নীতিমালা না থাকায় ভিপি–এজিএসদের বেতন–ভাতা নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
মন্তব্য করুন
