শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এখনো বাকি ৩ কেন্দ্রের ভোট গণনা, ফলাফল সন্ধ্যায়

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪১ পিএম আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম
expand
এখনো বাকি ৩ কেন্দ্রের ভোট গণনা, ফলাফল সন্ধ্যায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনা শেষ হয়নি। এখনো বাকি রয়েছে তিনটি হলের ভোট গণনা।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ১৮টি কেন্দ্রের ভোট গণনা শেষ হয়েছে।

নির্বাচন কমিশনের সদস্য ড. লুৎফুল এলাহী জানিয়েছেন, দুটি টেবিলে নির্বাচন কর্মকর্তা ভোট গণনা করছেন। এখনো তিনটি কেন্দ্রের গণনা বাকি। সেগুলো শেষ হলে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হবে। সন্ধ্যার পর নির্বাচনের চূড়ান্ত ফলাফল দেওয়া যাবে।’

এর আগে, ভোট গণনা শুরু হয় বৃহস্পতিবার রাত সোয়া ১০টায়। ম্যানুয়ালি গণনা করা ভোট এলইডি স্ক্রিনে দেখানো হচ্ছে। ওইদিন সকাল ৯টায় জাকসু ও হল সংসদের ভোটগ্রহণ শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ২১টি হলকে কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছিল। মোট ভোটার সংখ্যা ছিল ১১,৮৯৭ জন, যার মধ্যে ছাত্র ৬,১১৫ এবং ছাত্রী ৫,৭২৮ জন।

তবে ভোটগ্রহণ চলাকালীন সময়ে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে ছাত্রদল-সমর্থিত প্যানেল। আরও চারটি প্যানেল ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন