

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ভোটারদের হাতে অমোচনীয় কালি দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে এই সমস্যাটি দেখা গেছে। একজন ভোটার বলেন, “আমি আজ প্রথমবার ভোট দিতে এসেছি। ভোটের জন্য কালি দেওয়ার কথা থাকলেও এখানে কাউকে দেওয়া হয়নি।”
স্বতন্ত্র ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু বলেন, “পুরাতন হলে অমোচনীয় কালি দেওয়া হলেও নতুন হলে তা নেই। আমি চাই পুরো বিশ্ববিদ্যালয়ে একই নিয়মে ভোটগ্রহণ হোক।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক রাশিদুল আলম জানান, বিষয়টি তারা অবগত হয়েছেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন। এর মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।
মন্তব্য করুন
