

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার চারটি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন।
চারটি আসনে প্রার্থীরা হলেন-কুষ্টিয়া-১ (দৌলতপুর) সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-২ (মিরপুর-ভোড়ামারা) বিএনপির কেন্দ্রীয় নেতা ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া-৩ (সদর) কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
প্রার্থী ঘোষণার পর থেকেই কুষ্টিয়া জেলাজুড়ে বিএনপির নেতাকর্মীদের মাঝে আনন্দ-উল্লাস ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দীর্ঘ ১৭ বছর পর আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হওয়ায় দলীয় অঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
স্থানীয় বিএনপি নেতারা বলেন, “আমরা সকল বিভাজন ও গ্রুপিং ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। দলের নির্দেশনায় প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করব।”
মন্তব্য করুন