শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

যারা নির্বাচন বানচাল করতে চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: সাদিক কায়েম

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৫ পিএম
সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম
expand
সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম

আমাদের অবস্থান পরিষ্কার, যারা নির্বাচন বানচাল করতে চাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।গত ষোলো বছরে আমাদের কোনো ভোটাধিকার প্রয়োগের সুযোগ ছিলো না , জুলাইয়ের মাধ্যমে আমরা আযাদী পেয়েছি।

মঙ্গলবার (৯ ই সেপ্টেম্বর) সন্ধ্যার পর ঢাবির সিনেট ভবনে ডাকসু নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট কতৃর্ক আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এ কথা বলেন।

উৎসবমুখর পরিবেশে আমাদের ডাকসুর ভোট গ্রহণ চলছিলো এরই মধ্যে ডাকসু বানচালের জন্য নানামুখী ষড়যন্ত্র করা হয়েছে।

এস এম ফরহাদ বলেন, আজকের ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি কাঙ্ক্ষিত মুহূর্ত ছিলো। আজকে সকাল থেকেই আমরা দেখেছি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করেছে।

তিনি সর্বসাকুল্যে শিক্ষার্থীদের অংশগ্রহণকে সাধুবাদ জানিয়ে বলেন, এরই মধ্যে অনেকগুলো অভিযোগ এসেছে, অপ্রীতিকর ঘটনাও ঘটেছে।

তিনি অভিযোগ করে বলেন, আমাদেরকে বলা হয়েছিলো কোনো প্রার্থী নিজ ভোট কেন্দ্র ছাড়া অন্যকোনো কেন্দ্রের বুথে ঢুকতে পারবে না, কিন্তু ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ভাই সহ জিএস, এজিএস প্রত্যেকটা হলের বুথে প্রবেশ করে শিক্ষার্থীদেরকে প্রভাবিত করার চেষ্টা করেছে।

অন্যদিকে একুশে হলের বুথে দায়িত্বরত কর্মকর্তা এবং ছাত্রদলের যোগসাজসে ছাত্রদলের প্রার্থীদের নামে ভোট প্রদান করা ব্যালট বক্সে ফেলা হচ্ছিলো।

এই নাটক ধামাচাপা দিতে রোকেয়া হলের বুথে অন্য একটি নাটক সাজানো হয়। আমরা ফুটেজ দেখে জড়িতদের বিচারের আওতায় আনার প্রস্তাব দিয়েছি কিন্তু এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করিনি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন