মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

কথা রাখেনি জামায়াত, দাবি ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ১১:১৪ এএম
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মুয়াযযম হোসাইন হেলাল
expand
সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, মুয়াযযম হোসাইন হেলাল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী না দেওয়ার ঘোষণা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

দলের কেন্দ্রীয় পর্যায় থেকে আমিরের আসন ছেড়ে দেওয়ার কথা বলা হলেও মাঠপর্যায়ে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

সোমবার (১৯ জানুয়ারি) রাতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সদর আসনের মনোনীত প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল তার ফেসবুক স্ট্যাটাসে জানান, তারা মূলত আমিরের আসন নয়, বরং বরিশালের অন্য একটি আসন (বরিশাল-৬) থেকে প্রার্থী প্রত্যাহার করছেন।

গত ১৮ জানুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দিয়েছিলেন যে, তারা ইসলামী আন্দোলনের আমিরের আসনে কোনো প্রার্থী দেবেন না।

এই ঘোষণাকে রাজনৈতিক মহলে বড় ধরনের সমঝোতা হিসেবে দেখা হয়েছিল।

তবে বাস্তবতা ভিন্ন বলে অভিযোগ তুলছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা। তাদের দাবি বরিশাল-৬ আসনে জামায়াতের প্রার্থী জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তার প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে জানানো হয়েছে। কিন্তু প্রার্থীতা প্রত্যাহার করেননি জামায়াতের এই নেতা।

মুয়াযযম হোসাইন হেলাল তার ফেসবুক পেজে ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের একটি ফটোকার্ড শেয়ার করে বিষয়টি স্পষ্ট করেন। তিনি উল্লেখ করেন, ফয়জুল করীম বরিশাল-৫ ও বরিশাল-৬ উভয় আসনেই প্রার্থী হয়েছেন। জামায়াত কেবল বরিশাল-৬ আসনে তাকে সমর্থন দেবে।

এই ঘটনাকে ইসলামী আন্দোলনের কর্মীরা ‘রাজনৈতিক কৌশল’ বা ‘নাটক’ হিসেবে অভিহিত করছেন। তাদের মতে, বরিশাল-৫ (সদর) আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু জামায়াত সেটি না ছেড়ে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ আসন ছাড়ার ঘোষণা দিয়ে জনসমর্থন আদায়ের চেষ্টা করছে।

বরিশাল সদর আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল সাংবাদিকদের জানিয়েছেন, সদর আসন থেকে প্রার্থিতা প্রত্যাহারের কোনো সাংগঠনিক নির্দেশনা তিনি এখন পর্যন্ত পাননি। তবে কেন্দ্র থেকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত এলে তিনি তা মেনে নেবেন বলে জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X