সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পাঁয়তারা ছাত্রসমাজ মানবে না: সাদিক কায়েম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম
ডাকসুর ভিপি সাদিক কায়েম
expand
ডাকসুর ভিপি সাদিক কায়েম

একটি ছাত্র সংগঠন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন বন্ধের পায়তারা করছে বলে অভিযোগ করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি হুঁশিয়ার করেন, ‘পেশিশক্তির দাপটে ছাত্রসংসদ নির্বাচন বন্ধের পাঁয়তারা ছাত্রসমাজ মানবে না!’

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এমন হুঁশিয়ারি করেন।

ভিপি সাদিক কায়েম পোস্টে লেখেন, ‘​শাবিপ্রবি কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘শাকসু’ নির্বাচন আগামী ২০ জানুয়ারি হওয়ার কথা থাকলেও, একটি ছাত্র সংগঠন নিজেদের মাদার অর্গানাইজেশনের এজেন্ডা বাস্তবায়নে তা বন্ধের পাঁয়তারা করছে।’

‘​ইসি ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব, কোনো হুমকি বা চাপের কাছে নতি স্বীকার করবেন না। নির্ধারিত সময়েই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হবে’, পোস্টে যোগ করেন তিনি।

সাদেক কায়েম আরও লেখেন, ‘জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার খর্ব করার যেকোনো অপচেষ্টা রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ।’

প্রসঙ্গত, শাকসু ও হল সংসদ নির্বাচন স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করেছেন একজন প্রার্থী। তিনি মমিনুর রশিদ শুভ। তিনি শাকসু নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

এদিকে, শাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের প্রচারের সময়সীমা আজ আরও ১২ ঘণ্টা বাড়িয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X