সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও করেছে ছাত্রদল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ১২:২০ পিএম
ছাত্রদলের বিক্ষোভ
expand
ছাত্রদলের বিক্ষোভ

তিন ইস্যুতে আজও নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে এ কর্মসূচি শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, ইসির প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছেন।

ব্যারিকেডের সামনের সড়ক আটকে অবস্থান নিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। সেখানে ছাত্রদলের নেতা-কর্মীরা স্লোগান দিচ্ছেন।

ছাত্রদলের ইস্যুগুলো হলো- পোস্টাল ব্যালট নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, অনতিবিলম্বে নির্বাচন কমিশনের সেটির সমাধান করতে হবে, দায়িত্বশীল ও যৌক্তিক সিদ্ধান্তের পরিবর্তে হঠকারী ও অদূরদর্শী সিদ্ধান্ত গ্রহণ পরিহার করতে হবে, যা কমিশনের স্বাধীনতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিশেষ রাজনৈতিক দলের প্রত্যক্ষ প্রভাব ও হস্তক্ষেপে বিতর্কিত প্রজ্ঞাপন জারি, যা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক চর্চার জন্য অশনিসংকেত।

এর আগে, গতকাল নির্বাচন কমিশন ঘেরাও করে ছাত্রদল। পরে নির্বাচন কমিশন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করেছে ছাত্রদলের পাঁচ সদস্যের প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন ছাত্রদলের সভাপতি।

এছাড়া দলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির, জ্যেষ্ঠ সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান উপস্থিত ছিলেন।

বৈঠকের পর নেতাকর্মীদের উদ্দেশে সভাপতি রাকিবুল ইসলাম রাকিব জানান, নির্বাচন কমিশনের কাছে তিনটি দাবির বিষয়ে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। কমিশন সেই বক্তব্য যৌক্তিকভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছে।

এর প্রেক্ষিতে আজকের অবস্থান কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়ায় আগামীকাল বেলা ১১টায় পুনরায় কমিশন ঘেরাও করা হবে।

ছাত্রদল সভাপতি আরও বলেন, ২২ জানুয়ারি থেকে জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু হবে। এরপর যদি কোনো ষড়যন্ত্র বা চাপ প্রয়োগ করা হয়, তাহলে ছাত্রদল নিরব থাকবে না।

কর্মসূচিতে সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বে নির্বাচন ভবনের সামনের সড়কও অবরোধ করা হয়।

সে সময় ছাত্রদলের অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী প্রভাব খাটিয়ে ব্যালট পেপারে অনিয়ম করেছে, যা ইসির কর্মকর্তাদের প্রত্যক্ষ মদদে সংঘটিত হয়েছে। এইভাবে ছাত্রদল তাদের দাবির বাস্তবায়ন না হওয়া পর্যন্ত নিরব বা শান্তিপূর্ণ অবস্থান চালিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X