শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটের প্রচারণায় ফটোকার্ড প্রকাশ কার্যক্রম চলছে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ০২:১৮ পিএম
গণভোটে হ্যা
expand
গণভোটে হ্যা

আসন্ন গণভোটকে সামনে রেখে জনসম্পৃক্ততা বাড়াতে সামাজিক যোগাযোগমাধ্যমে ফটোকার্ড প্রকাশের কার্যক্রম অব্যাহত রয়েছে। গত ১১ জানুয়ারি থেকে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের গণভোটে অংশ নিতে উৎসাহিত করা হচ্ছে।

শনিবার বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ জানান, গণভোটের গুরুত্ব তুলে ধরতেই ধারাবাহিকভাবে এসব ফটোকার্ড শেয়ার করা হচ্ছে। এই কার্যক্রম আগামী রোববার (১৮ জানুয়ারি) পর্যন্ত চলবে।

ফটোকার্ডগুলোতে ‘গণভোট ২০২৬—দেশকে দ্রুত এগিয়ে নেওয়ার সুযোগ, হ্যাঁ ভোট দিন’—এমন বার্তা তুলে ধরা হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গণভোট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এই প্রচারণার মূল লক্ষ্য।

এদিকে, সরকারের বিভিন্ন উপদেষ্টাও দেশের নানা কর্মসূচিতে অংশ নিয়ে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। সরকারি পর্যায়েও প্রচারণামূলক নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

অন্যদিকে, রাজনৈতিক দলগুলোর নেতা এবং প্রার্থীরাও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার পাশাপাশি গণভোট নিয়েও জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X