শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ব্যালট নম্বর প্রকাশ, ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন

জবি প্রতিনিধি
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ২১ পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ জন প্রার্থী।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) তাদের ব্যালট নম্বর প্রকাশ করবে নির্বাচন কমিশন। এ তথ্য জানিয়েছে কমিশনের একটি সূত্র।

নির্বাচন কমিশন জানায়, কিছু বাড়তি কাজের জন্য তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করতে সময় লেগেছে। বুধবার ১৫৭ জনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

আজ ব্যালট নম্বর দেয়া হবে তাদের। এর আগে বুধবার রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর সংসদ নির্বাচন কমিশন চূড়ান্ত সংশোধিত এই প্রার্থী তালিকা প্রকাশ করে।

তালিকায় দেখা যায়, ভিসি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে ৯, এজিএস পদে ৮, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র সম্পাদক, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ৭ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৭, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫, আইন ও মানবাধিকার পদে ৫, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ৮, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭, ক্রীড়া সম্পাদক পদে ৮, পরিবহন সম্পাদক পদে ৪, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদকে ১০, পাঠাগার ও সেমিনার সম্পাদকে ৬ এবং নির্বাহী সদস্য পদে লড়ছেন ৫৭ জন।

এবার জকসুতে মোট ভোটার ১৬ হাজার ৭২৫ জন। এর আগে সংশোধিত নতুন তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল অনুযায়ী, নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে গত ১৫ ডিসেম্বর থেকে। চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত।

ভোটগ্রহণ ও গণনা ৩০ ডিসেম্বর নির্ধারণ করেছে কমিশন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X