শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নারায়ে তাকবির স্লোগানকে কটাক্ষ করে ‘নারায়ণ তাকবির’ দিয়েছে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
ঢাকা কলেজের শিক্ষার্থী মাসুম এবং অর্নব
expand
ঢাকা কলেজের শিক্ষার্থী মাসুম এবং অর্নব

ঢাকা কলেজের দুই শিক্ষার্থী ধর্মীয় স্লোগান ‘নারায়ে তাকবির’-কে বিকৃত করে ‘নারায়ণ তাকবির’ বলায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইংরেজি বিভাগের শিক্ষার্থী মাসুম খান (২০২২-২৩ সেশন) এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান অর্ণব (২০১৯-২০ সেশন) এই মন্তব্য করেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাতের দিকে ছড়ানো ওই ভিডিওতে মাসুম খানকে বিকৃত স্লোগান দিতে শোনা যায় এবং ডাকসু নির্বাচনে জয়ী প্রার্থীদের উদ্দেশ করে বিদ্রূপাত্মক মন্তব্য করতেও দেখা গেছে। এতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

পরে মাসুম খান নিজের ভুল স্বীকার করে জানান, “এটি ছিল নিছক দুষ্টামি, কিন্তু ভুলভাবে করেছি। কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না। আমি মহান আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং যাঁরা কষ্ট পেয়েছেন তাঁদের কাছেও দুঃখ প্রকাশ করছি।”

মাহমুদুল হাসান অর্ণবও দুঃখ প্রকাশ করে বলেন, “নিরীহ মজা করার চেষ্টা ছিল, কিন্তু সেটি অনভিপ্রেতভাবে অন্যদের কষ্ট দিয়েছে। এমন আচরণ আর যেন না হয়, সে বিষয়ে আমি সতর্ক থাকব।”

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন