বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে শিবিরের মেডিকেল ক্যাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ এএম আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৪ এএম
সহযোগিতায়: ইবনে সিনা ট্রাস্ট
expand
সহযোগিতায়: ইবনে সিনা ট্রাস্ট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর আয়োজনে প্রতি মাসে একটি করে মেডিকেল সিরিজ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

এর প্রথম ক্যাম্পটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫।

স্থান: জগন্নাথ হল ও শামসুন্নাহার হল

সময়: সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মেডিকেল ক্যাম্পে যে সকল সুবিধা থাকবে:

মেডিসিন, গাইনোকোলজি ও চর্মরোগ (ডার্মাটোলজি) বিষয়ে বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করবেন।

চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ডোজের ওষুধ বিনামূল্যে প্রদান করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী সকল শিক্ষার্থী নির্ধারিত স্থানে এই চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। সহযোগিতায়: ইবনে সিনা ট্রাস্ট

উল্লেখ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবিরের ভিপি প্রার্থী সাদিক কায়েম-১০, জিএস প্রার্থী এস এম ফরহাদ-৫ ও এজিএস প্রার্থী মহিউদ্দিন খান -৭ ভোট পান।

কিন্তু সেই প্যানেলের পক্ষ থেকে আয়োজিত সিরিজ মেডিকেল ক্যাম্পের প্রথমটি জগন্নাথ হল ও শামসুন্নাহার হল দিয়ে শুরু করছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X