শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেক রহমানের সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাৎ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ১৪ বছর পর চাকরি ফেরত পাওয়া ৯৮৮ জন কর্মকর্তা ও কর্মচারীর দীর্ঘদিনের বকেয়া বেতন ও আর্থিক পাওনা বিষয়ে সুষ্ঠু সমাধানের দাবিতে বিএনপির চেয়ারপার্সন তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা।

আজ শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ সাক্ষাতে চাকরি পুনর্বহালপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা তাদের ১৪ বছরের বকেয়া বেতন, ভাতা ও অন্যান্য আর্থিক অধিকার আদায়ের বিষয়টি তুলে ধরেন।

তারা দীর্ঘ সময় ধরে বেতন-ভাতা থেকে বঞ্চিত থাকার ফলে সৃষ্ট আর্থিক ও সামাজিক সংকটের কথাও বিস্তারিতভাবে অবহিত করেন।

সাক্ষাৎকালে তারেক রহমান বিষয়টি মনোযোগসহকারে শোনেন এবং ন্যায়সংগত দাবি বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরে বঞ্চিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ও মানবিক ভূমিকা পালন করতে হবে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই সাক্ষাতের মাধ্যমে তাদের দীর্ঘদিনের দাবি দ্রুত ও স্থায়ীভাবে সমাধানের পথে অগ্রগতি আসবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X