শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সালাম না দেওয়ায় জুনিয়রদের রোদে দাঁড় করিয়ে র‌্যাগিং — অভিযোগ ঢাকা কলেজে

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫২ এএম
ঘটনাটি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে, কলেজের কেন্দ্রীয় মাঠের গ্যালারির পেছনের অংশে
expand
ঘটনাটি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে, কলেজের কেন্দ্রীয় মাঠের গ্যালারির পেছনের অংশে

ঢাকা কলেজে সালাম না দেওয়াকে কেন্দ্র করে প্রথম বর্ষের কয়েকজন শিক্ষার্থী র‌্যাগিংয়ের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। দ্বিতীয় বর্ষের কিছু শিক্ষার্থী তাদের রোদে দাঁড় করিয়ে অপমান করেছেন বলে জানা গেছে।

ঘটনাটি ঘটে সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে, কলেজের কেন্দ্রীয় মাঠের গ্যালারির পেছনের অংশে। কয়েক সপ্তাহ আগের ছাত্র আন্দোলনের পর এ ধরনের আচরণ বন্ধ হয়ে গিয়েছিল বলে মনে করা হলেও নতুন করে র‌্যাগিংয়ের এই ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ সেশনের কয়েকজন শিক্ষার্থী ২০২৩-২৪ সেশনের নবীনদের ডেকে নিয়ে গরম রোদে দাঁড় করিয়ে রাখেন এবং তাদের সঙ্গে অবমাননাকর আচরণ করেন। অভিযোগ রয়েছে, ওই সময় সিনিয়ররা গাছের ছায়ায় দাঁড়িয়ে জুনিয়রদের উদ্দেশে হুমকিমূলক ও আক্রমণাত্মক ভাষায় কথা বলেন।

সাক্ষীদের বর্ণনায় জানা গেছে, মাঠের পূর্ব পাশে দাঁড় করিয়ে রাখার পর তাদের সঙ্গে কথোপকথনও রেকর্ড করা হয়। সেই রেকর্ডে একজন সিনিয়রকে বলতে শোনা যায়, “আমি সামনে দিয়ে যাচ্ছিলাম, কেউ সালাম দিলে না।” আরেকজনকে শোনা যায় বলতে, “কে কে সালাম দেয়নি, হাত তুলো।” এরপরই শুরু হয় হুমকি-ধমকি এবং নানা রকমের অপমানজনক কথা।

পরিসংখ্যান বিভাগের কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন, অডিও রেকর্ডে শোনা কণ্ঠস্বর দ্বিতীয় বর্ষের সি-আর নাইমুর রহমান মুল্লার বলে ধারণা করা হচ্ছে। তরিকুল রিমন নামের আরেকজনও ঘটনাটিতে যুক্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

তথ্য পাওয়া গেছে, এর আগের দুদিনও প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাসে ডেকে নিয়ে কথিত শিষ্টাচার শেখানোর নামে দরজা বন্ধ করে অপমান করা হয়েছিল। ১৩ মিনিটের আরেকটি অডিওতে অশালীন ও অপমানজনক ভাষায় গালিগালাজের প্রমাণও রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস জানান, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি পরিসংখ্যান বিভাগের প্রধানকে জানিয়েছি, যাতে তিনি সংশ্লিষ্টদের ডেকে এনে ব্যবস্থা নেন।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন