মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ নভেম্বর ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

স্ট্রোক করে চবি শিক্ষার্থীর মৃত্যু 

চবি প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ১১:২৯ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
expand
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০২৩–২৪ সেশনের মোহাম্মদ সাকিব নামের এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন। প্রাথমিকভাবে তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন বলে জানা গেছে।

সোমবার (২৪ অক্টোবর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে(সিএমসি) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

সাকিবের সহপাঠীদের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, সাকিব কিছুদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং পারিবারিকভাবে মানসিক চাপেও ছিলেন। খেলাধুলার প্রতি তার গভীর আগ্রহ থাকায় অসুস্থতা সত্ত্বেও তিনি গতকাল ফুটবল খেলায় অংশ নেন। ফুটবল খেলার পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন জানিয়েছে তার সহপাঠীরা। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তিনি মাইনর স্ট্রোক করেছেন বলে জানিয়েছেন হাসপাতালের ডাক্তার। এরপর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. হোসেন শহীদ সরওয়ার্দী বলেন,"আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২৩-২৪ সেশনের একজন শিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। সিএমসি থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখন বিশ্ববিদ্যালয়ের চাকসু প্রতিনিধিরা সিএমসিতে যাচ্ছে। প্রয়োজনে আমরা তাদেরকে সর্বোচ্চ সহায়তা করবো। ছাত্র প্রতিনিধিরা আসলে বাকি খবর আপনাদেরকে জানানো হবে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন