

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ক্যাম্পাসজুড়ে হোটেল ও দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৪ নভেম্বর) দুপুর ১২টা থেকে ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ তদারকি অভিযান চালানো হয়। শিক্ষার্থীদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই এই অভিযান পরিচালিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
কৃষি অনুষদ এলাকার দোকানগুলো থেকে অভিযানের শুরু হয়। এরপর সিলসিলা, চারু আড্ডা, পরিবহন মার্কেটসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিদর্শন করা হয়। এ সময় অপরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও মেয়াদোত্তীর্ণ খাবার বিক্রির মতো বিভিন্ন অনিয়মের অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
অভিযানে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন, সিওয়াবি রাবি শাখা, প্রক্টোরিয়াল বডি এবং রাকসু প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক ফজলে এলাহী বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাকসু ও সাধারণ শিক্ষার্থীদের অনুরোধে এই বাজার তদারকি পরিচালিত হয়েছে। “আমরা বিভিন্ন দোকান পরিদর্শন করেছি এবং অনিয়ম পাওয়ায় অর্থদণ্ড দিয়েছি। একই সঙ্গে সংশ্লিষ্টরা ভবিষ্যতে সচেতন থাকার আশ্বাস দিয়েছেন,” বলেন তিনি।
তিনি আরও জানান, অভিযানের সময় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাব ভ্যানের সহায়তায় খাবারের গুণগত মান ও পরিচ্ছন্নতা পরীক্ষা করা হয়েছে। ভবিষ্যতে নিয়মিতভাবে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
উল্লেখ্য, মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সিলসিলাকে ৩০ হাজার টাকা, চারু আড্ডাকে ৭ হাজার টাকা এবং বাকি তিন প্রতিষ্ঠানকে মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মন্তব্য করুন