রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
রবিবার
২৩ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় তেজগাঁও কলেজে নফল নামাজ আদায়

তেজগাঁও কলেজে প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম
expand
প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় তেজগাঁও কলেজে নফল নামাজ আদায়

প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে ভূমিকম্পসহ সকল প্রকার বিপদ থেকে মহান আল্লাহর পানাহ ও রহমত কামনার উদ্দেশ্যে রাজধানীর তেজগাঁও কলেজ মাঠে এক বিশেষ নফল নামাজ আদায় করা হয়েছে।

রাজধানী ঢাকার কাছে নরসিংদীর মাধবদীতে গত শুক্রবার যে ভূমিকম্পের উৎপত্তি হয়েছিলো তাতে কেঁপে ওঠেছিলো রাজধানী ঢাকাসহ সারা দেশ এবং ভূমিকম্পের জেরে এখন পর্যন্ত মারা গেছে অন্তত দশ জনের বেশি, আর আহত হয়েছে পাঁচশোর বেশি মানুষ।

এরপর গতকাল ২২ নভেম্বর শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছোট ছোট তিনটি ভূমিকম্প অনুভূত হয়। প্রথমটি সকাল ১০টা ৩৬ মিনিটে অনুভূত হয়। যার মাত্রা ছিল ৩ দশমিক ৩ মাত্রা। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশে

এছাড়া সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ড একটি এবং সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৫ সেকেন্ডে আরেকটি কম্পন অনুভূত হয়। মাত্র এক সেকেন্ডের ব্যবধানে এই দুটি কম্পন অনুভূত হয়। কলেজের সচেতন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ব্যতিক্রমী আধ্যাত্মিক উদ্যোগটি নেওয়া হয়।

আজ, রোববার, ২৩ নভেম্বর, ২০২৫ তারিখে আয়োজিত এই মহতী জামাতে শিক্ষার্থীরা আল্লাহর কাছে নিজেদের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং দেশ ও জাতিকে ভবিষ্যতের সম্ভাব্য প্রাকৃতিক বিপদ থেকে রক্ষার জন্য মিনতি জানান।

ইসলামী নির্দেশনা অনুযায়ী, দুর্যোগকালীন সময়ে বা দুর্যোগের আশঙ্কায় মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য ও আশ্রয় প্রার্থনা করা প্রত্যেক মুমিনের কর্তব্য। এই ধর্মীয় চেতনা থেকেই কলেজ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এই নফল নামাজের আয়োজন করেন।

এই উদ্যোগের অংশ হিসেবে দোয়া মোনাজাত ও নামাজের ইমামতি করেন তেজগাঁও কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ রাকিবুল হাসান। নামাজের পর রাকিবুল হাসান ইসলামের দৃষ্টিকোণ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।

আধুনিক সময়ে, যখন দুর্যোগের পূর্বাভাস মানুষের মনে শঙ্কা জাগাচ্ছে, তখন মহান সৃষ্টিকর্তার কাছে সম্মিলিতভাবে পানাহ চাওয়ার এই উদ্যোগটি প্রশংসনীয়।

জামাতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের চোখেমুখে ছিল গভীর অনুশোচনা এবং আল্লাহর প্রতি অসীম নির্ভরতা। নামাজ শেষে এক হৃদয়স্পর্শী দৃশ্যের অবতারণা হয়, যখন শিক্ষার্থীরা অশ্রুসিক্ত নয়নে কান্নাকাটি করেন এবং দেশ ও জাতির সার্বিক নিরাপত্তা ও মহামারী থেকে মুক্তির জন্য দোয়া করেন।

বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টের শিক্ষার্থী আযান মাহমুদ এই প্রার্থনার তাৎপর্য তুলে ধরে বলেন, যখন সকল মানবিক প্রচেষ্টা ব্যর্থ মনে হয়, তখন একমাত্র ভরসা আল্লাহ।

এই নফল নামাজের পাশাপাশি, শিক্ষার্থীদের ভূমিকম্প চলাকালীন জরুরি করণীয়, নিরাপত্তা ব্যবস্থা এবং পবিত্র কোরআন ও হাদিসে বর্ণিত মাসনুন দোয়া সম্পর্কে শিক্ষা দেওয়া হয়, যা দুর্যোগ মোকাবিলায় ধর্মীয় ও জাগতিক প্রস্তুতির এক অপূর্ব সমন্বয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন