

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


৩৩ বছর পর অনুষ্ঠিত জাকসু ভোটে শিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা ২৫টি কেন্দ্রীয় পদের মধ্যে ২০টিতে জয় অর্জন করেছে। বাকি ৫টি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র ও অন্যান্য প্যানেলের প্রার্থীরা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শিবিরের এ বছর জয়জয়কার। তাদের নির্বাচনী প্রচারণার মূল হাতিয়ার ছিল সময়োপযোগী ও সহজবোধ্য ‘ফাইভ ইয়েস, ফাইভ নো’ ইশতেহার।
যেখানে অন্য জোটগুলো দীর্ঘ রচনাধর্মী ইশতেহার প্রকাশ করেছে, সেখানে শিবিরের জোট শিক্ষার্থীদের কয়েক সেকেন্ডে বোঝার মতো সংক্ষিপ্ত বার্তা দিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি বড় অংশ এখন ডিজিটাল মাধ্যমে তথ্য গ্রহণ করে। রিলস, শর্টস বা দ্রুত সোয়াপ করে তথ্য দেখার যুগে লম্বা ইশতেহার পড়তে তাদের আগ্রহ কম। সেই জায়গায় দাঁড়িয়ে শিবিরের ‘ফাইভ ইয়েস, ফাইভ নো’ কৌশলটি শিক্ষার্থীদের মনে দাগ কাটে। ভোটারদের মতে, এটি ছিল “দ্রুত বোঝা যায়, সহজে মনে থাকে এবং প্রাসঙ্গিক”।
শিবিরের 'সমন্বিত শিক্ষার্থী জোট' তাদের ৯ দফা ইশতেহারকে সাজিয়েছে ‘ফাইভ ইয়েস, ফাইভ নো’ আকারে- ফাইভ ইয়েস (যা করা হবে), সেশনজট নিরসন ও একাডেমিক ক্যালেন্ডার বাস্তবায়ন। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষায় পূর্ণাঙ্গ ইকোলজিক্যাল মাস্টারপ্ল্যান।ছাত্রকল্যাণে ডাইনিংয়ে ৫০% ভর্তুকি, সুলভ খাবার, ২৪/৭ মেডিকেল সেবা ও স্বাস্থ্যবীমা। খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের সম্প্রসারণ। নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতকরণ।
ফাইভ নো (যা বন্ধ করা হবে), ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের বিপরীত রাজনীতি। শিক্ষক নিয়োগে দলীয় বিবেচনা। র্যাগিং ও গেস্টরুম সংস্কৃতি। সাইবার বুলিং ও বৈষম্যমূলক আচরণ। প্রশাসনিক অনিয়ম ও অব্যবস্থাপনা।
ভোটারদের অনেকেই জানান, এ ধরনের সংক্ষিপ্ত ইশতেহার পড়তে ও মনে রাখতে সুবিধা হয়েছে। বিশেষ করে প্রথম বর্ষ থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থীরাও সহজে বুঝতে পেরেছেন কোন প্রার্থী কী করতে চায় এবং কোন বিষয়গুলো প্রতিরোধ করবে।
জাকসু নির্বাচনে শিবিরের জয় শুধু সংগঠনের শক্তি নয়, বরং তাদের আধুনিক ও সময়োপযোগী প্রচারণা কৌশলের ফল বলেও এক্টিভিস্টরা মনে করছেন। সংক্ষিপ্ত অথচ প্রভাবশালী ইশতেহার ভবিষ্যতের ছাত্র রাজনীতির প্রচারণায় নতুন ধারার জন্ম দিতে পারে বলে অভিমত দিয়েছেন অনেকে।
মন্তব্য করুন