বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
১৯ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ২০ টাকায় বই বিক্রি

ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫, ০৫:৫২ পিএম
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ২০ টাকায় বই বিক্রি
expand
তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ২০ টাকায় বই বিক্রি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৬১টি বই ২০ টাকা শুভেচ্ছা মূল্যে বিক্রি করেছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'শুভোদয়।'

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে দশটায় ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, রাজনীতি, অর্থনীতি ইত্যাদি বিষয়ে লিখিত মোট ৬১টি বই ২০ টাকা শুভেচ্ছা মূল্যে বিক্রি করা হয়। একইসাথে প্রত্যেকটা বইয়ের সাথে একটি করে গাছের চারা বিতরণ করা হয়।

এ বিষয়ে 'শুভোদয়ে'র প্রতিষ্ঠাতা জাহিদ হাসান শাকিল বলেন, “বিগত ১৭ বছরে জনাব তারেক রহমানকে একপ্রকার নিষিদ্ধ ব্যক্তি হিসেবে দেখা হতো। বাংলাদেশী জাতীয়তাবাদ সম্পর্কে তরুণ প্রজন্মকে জানানোর কোন ব্যবস্থা ছিলো না।”

তিনি জানান, এ সব কিছু বিবেচনায় আমার মনে হয়েছে এসব বিষয় নিয়ে আমাদের জানা প্রয়োজন। এজন্য আমি এ উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, আমি শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া পেয়েছি। প্রায় আধা ঘণ্টার মধ্যে এখানকার সবগুলো বই বিক্রি হয়ে গেছে। শিক্ষার্থীরা আমাদের দারুণভাবে গ্রহণ করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন