শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
শনিবার
০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র উত্তেজনা: জাকসুর দুই হলে ভোটগ্রহণ বন্ধ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৮ পিএম
এই সময় হল প্রোভস্টের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি লক্ষ্য করা গেছে।
expand
এই সময় হল প্রোভস্টের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি লক্ষ্য করা গেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে শহীদ তাজউদ্দিন আহমদ হলের ভোটগ্রহণ বন্ধ করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা অনিয়মের অভিযোগ তুলে তাজউদ্দীন আহমদ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলে ভোট বন্ধ করে দেন।

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ব্যালট পেপারে একজন প্রার্থীর ছবির জায়গায় অন্য প্রার্থীর ছবি ব্যবহার করা হয়েছে, যা সহজেই ভোট কারচুপির সুযোগ দিতে পারে। এছাড়া ভোট দেওয়ার পর অমোচনীয় কালিও দেওয়া হচ্ছে না।

এই সময় হল প্রোভস্টের সঙ্গে শিক্ষার্থীদের মধ্যে কথাকাটাকাটি লক্ষ্য করা গেছে।

এবারের নির্বাচনে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে মোট ১১,৮৯৭ জন শিক্ষার্থী ভোট দেবেন, যার মধ্যে ছাত্র ৬,১১৫ জন এবং ছাত্রী ৫,৭২৮ জন। ভোটগ্রহণের জন্য ২১টি কেন্দ্রে ২২৪টি বুথ স্থাপন করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন