বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
বুধবার
৩১ ডিসেম্বর ২০২৫, ১৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

স্ট্যামফোর্ডে স্থাপত্য ভাবনা: তরুণদের হাতে টেকসই নকশার স্বপ্ন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০৩:৪০ পিএম
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে দিনব্যাপী সেমিনার ও আউটডোর এক্সিবিশন অনুষ্ঠিত
expand
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটিতে দিনব্যাপী সেমিনার ও আউটডোর এক্সিবিশন অনুষ্ঠিত

স্থাপত্য কেবল নকশা বা সৌন্দর্যের বিষয় নয়; এটি মানুষ, সমাজ ও পরিবেশের জীবন্ত সংলাপ। এই বিশ্বাস নিয়েই স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ আয়োজন করেছিল দিনব্যাপী সেমিনার ও আউটডোর এক্সিবিশন।

বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠে সোমবার বিকেল থেকে শুরু হওয়া এ আয়োজনে শিক্ষার্থীরা তাঁদের নকশায় ফুটিয়ে তুলেছেন সমাজ, ঐতিহ্য ও ভবিষ্যতের ভাবনা।

প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ আব্দুল মতিন এবং প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. বি. সি. বসাক। উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক সোনিয়া আফরিনসহ শিক্ষকবৃন্দ।

উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, স্থাপত্য শুধু নান্দনিকতার চর্চা নয়; এটি মানুষের জীবনমান উন্নত করার একটি পথ। স্থপতিরা সমাজের সমস্যার ভেতর থেকেই সমাধান খোঁজেন।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল স্থাপত্য ৮৩ ব্যাচের শিক্ষার্থীদের নকশায় নির্মিত তিনটি রিয়েল স্কেল সিটিং ইনস্টলেশন। সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুম ও সহকারী অধ্যাপক মুজাইয়ানা নওমী খানের তত্ত্বাবধানে এই ইনস্টলেশনগুলো তৈরি হয়। সার্বিক সমন্বয়ে ছিলেন সিনিয়র শিক্ষক সারাহ বাসনীন ও সাব্বির আহমেদ।

প্রদর্শনী ঘুরে দেখার সময় স্থাপত্য ৭৮ ব্যাচের সাদী মোহাম্মদ সাদ বলেন, আজকের প্রদর্শনী থেকে আমরা অঙ্গীকার করছি যে, সমাজ, ব্যক্তি এবং রাষ্ট্রের প্রতিটি কোণে আমাদের কাজের সুযোগ রয়েছে। মানুষের জীবনমান উন্নত করার প্রতিশ্রুতি স্থপতিরাই দিতে পারেন। তাই নীতিনির্ধারকরা যেন স্থপতিদের কাজের ক্ষেত্র সম্প্রসারণে মনোযোগ দেন।

প্রদর্শনীর মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের কাজের মাধ্যমে স্থাপত্য নিয়ে খোলামেলা মতবিনিময়ের সুযোগ তৈরি করা।

দিনের দ্বিতীয় অংশে অনুষ্ঠিত হয় সেমিনার- ‘Threads of Community: Architecture, Culture, Identity’। সহযোগী অধ্যাপক সানিয়া তাবাসসুমের কনভেনরশিপে এবং সহকারী অধ্যাপক ফারিয়া শারমিনের কো-কনভেনরশিপে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সানিয়া তাবাসসুম। তিনি স্থাপত্য, সংস্কৃতি ও পরিচয়ের আন্তঃসম্পর্ক নিয়ে আলোকপাত করেন।

সেমিনারে অংশ নেন প্রাক্তন ছয়জন শিক্ষার্থী, যাঁরা কমিউনিটি-ভিত্তিক স্থাপত্যচর্চার অভিজ্ঞতা তুলে ধরেন। তাঁদের অভিজ্ঞতা নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ঐতিহ্য, সংস্কৃতি ও সমাজকেন্দ্রিক নকশা ভাবনায় অনুপ্রাণিত করে।

প্রতি বছর ৬ অক্টোবর বিশ্ব স্থাপত্য দিবস উপলক্ষে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের স্থাপত্য বিভাগ এ আয়োজন করে থাকে। আয়োজকদের মতে, এ ধরনের উদ্যোগ তরুণ স্থপতিদের সৃজনশীল চিন্তা, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক দৃষ্টিভঙ্গির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X